প্রবাসীকে বিয়ে প্রসঙ্গে যা বললেন জায়েদ খান

ঢাকাই সিনেমার তারকা অভিনেতা জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে সংসার করছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে তার বিয়ের খবর। কারও মতে, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন।

আবার কারও মতে, এক চিত্রনায়িকাই হয়েছেন তার ঘরণী। জায়েদ খানের বিয়ের খবর নিয়ে সামাজিক মাধ্যম উত্তাল হলেও কেউ নির্ভরযোগ্য কোনো সূত্রের খবর দিতে পারছেন না। তবে জায়েদ খানকে অভিনন্দন জানাচ্ছেন প্রত্যেকে।

বিষয়টি জানতে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি নিজেও ফেসবুকে দেখলাম আমি বিয়ে করেছি। স্ত্রীসহ হানিমুন দুবাই করবো এমন স্ট্যাটাস দেখছি। আসলে আমি তো বিয়েই করিনি। এখানে এসে নতুন কিছু প্রজেক্টের কাজ করছি। আর নিজেকে সময় দিচ্ছি।

যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করেছেন এমন খবরে কি আপনি বিব্রত? এমন প্রশ্নে জায়েদ বলেন, বিব্রতও হয়েছি আবার হাসিও পাচ্ছে। কেননা আমাকে নিয়ে লিখলেই তো অনেক কিছু মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এজন্য হয়তো আমাকে নিয়ে লিখছে।

Leave a Reply

Your email address will not be published.