ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ। অভিনয়ের পাশাপাশি কণ্ঠশিল্পী হিসেবেও বেশ পরিচিত তিনি।
এবার সংগীতশিল্পী প্রমিত কুমারের গাওয়া নতুন গান ‘কালকে টুনির বিয়া’-তে মডেল হিসেবে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন সুবাহ। গানটি মুক্তির পর দর্শক-শ্রোতার প্রশংসা কুড়াচ্ছে, বিশেষ করে সুবাহর উপস্থিতি গানটিকে করে তুলেছে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
‘কালকে টুনির বিয়া’ গানটির কথা ও সুর করেছেন প্রমিত কুমার নিজেই। তিনি ২০০৯ সালে প্রকাশিত ‘ও টুনির মা, তোমার টুনি কথা শোনে না’ গানটির মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। সেই সময় গানটি সিডি আকারে বাজারে আসে এবং পরে ২০১৬ সালে সিএমভি মিউজিকের ইউটিউব চ্যানেলে মুক্তি পায়। বাংলাদেশ ও কলকাতায় গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরপর তিনি আরও বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেন।
নতুন গানটি প্রকাশের পর থেকেই দর্শক-শ্রোতা ভালোভাবে গ্রহণ করেছেন। সুবাহর পারফরম্যান্স ও উপস্থিতি গানের রঙ বাড়িয়ে দিয়েছে। এ প্রসঙ্গে সুবাহ বলেন, “আমি সাধারণত গানের মডেল হই না। কিন্তু এই গানটি যখন আমাকে অফার করা হলো, তখন শুনে ভালো লেগেছে। মিউজিক ভিডিওটির ভিজ্যুয়াল স্টাইল সিনেমার মতো ছিল, তাই রাজি হয়ে যাই। মুক্তির পর অনেকেই প্রশংসা করছেন, এতে খুব ভালো লাগছে।”
এই গানটির মাধ্যমে নতুনভাবে আলোচনায় এসেছেন শাহ হুমায়রা সুবাহ, আর সংগীতপ্রেমীরা পেয়েছেন একটি উপভোগ্য মিউজিক ভিডিও।
উল্লেখ্য, রফিক শিকদার পরিচালিত ‘বসন্ত বিকেল’ সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয় সুবাহর। প্রথম সিনেমা দিয়ে দর্শকের নজর কেড়েছেন এই চিত্রনায়িকা। মুক্তির অপেক্ষায় আছে তার আরও পাঁচটি সিনেমা।