প্রাইভেট ডিটেকটিভের ভূমিকায় মোশাররফ করিম

এবার একজন প্রাইভেট ডিটেকটিভের ভূমিকায় দেখা যাবে তারকা অভিনেতা মোশাররফ করিমকে। 

‘মির্জা’ নামের ওয়েব-ফিল্মটিতে মোশাররফ করিম ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারসা ইভানা, জুনায়েদ বোগদাদী, খালিদ হাসান রুমি, রাসেল, মামুন, অরণ্য, সৌমি, সামিরা, দোয়েল, বর্না, ঐশী এবং শিবলু।

৫০ বছর বয়সী মির্জা একজন অবিবাহিত প্রাইভেট ডিটেকটিভ। সাত বোনকে নিয়ে তার পরিবার। বোনদের একটাই লক্ষ্য- ভাইয়ের জন্য যোগ্য পাত্রী খুঁজে বের করা। যদিও সংসার জীবন নিয়ে মির্জার আগ্রহ সামান্যই। স্বভাবে আনাড়ি, খেয়ালে হেয়ালি হলেও মির্জা অত্যন্ত বুদ্ধিমান এবং কৌশলী একজন ব্যক্তি। গোয়েন্দাগিরিতে তার পর্যবেক্ষণ ক্ষমতা ঈর্ষা করার মতো। তার একটি কেস নিয়েই আজ শুক্রবার (২৩ মে) ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পাচ্ছে ওয়েব-ফিল্ম ‘মির্জা’।

ওয়েব-ফিল্মটির নাম ভূমিকায় রয়েছেন মোশাররফ করিম। হাস্যরস ও রহস্যের মিশেলে তৈরি এই ফিল্মটি ধরাবাঁধা গোয়েন্দা গল্পের ধারা ভেঙে দর্শকদের সামনে ভিন্ন কিছু নিয়ে আসছে।

গল্পের শুরুতে দেখা যায়, লুনা নামের এক সুন্দরী তরুণী তার নিখোঁজ যমজ বোনের হদিস পেতে মির্জার কাছে সাহায্য চাইতে আসে। আপাতদৃষ্টিতে সাদামাটা একটি কেস ধীরে ধীরে পরিণত হয় বিপদজনক গোলক ধাঁধায়। যেখানে রয়েছে এক ভয়ংকর মাফিয়া, সন্দেহপ্রবণ পুলিশ কর্মকর্তা আর ভয়াবহ কিছু গোপন সত্য।

পরিচালক সুমন আনোয়ার তার ‘রাতারগুল’, ‘কালাগুল’ এবং ‘সদরঘাটের টাইগার’-এর মতো কাজের জন্য সুপরিচিত। ‘মির্জা’-তেও তিনি নিজের মুন্সিয়ানা ধরে রেখেছেন। ফিল্মটিতে রহস্য, হিউমার এবং বাস্তব জীবনের এক অদ্ভুত রসায়ন তৈরি করেছেন, যা গোয়েন্দা ঘরানায় এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।

‘মির্জা’ প্রসঙ্গে পরিচালক সুমন আনোয়ার বলেন, ‘মির্জা একটি জটিল গল্পের গোয়েন্দা আখ্যান। আপনি যখনই ভাববেন সব বুঝে গেছেন, ঠিক তখনই মির্জা এমন কিছু দেখাবে যা কখনও আপনার চিন্তায় ছিল না।’।

Leave a Reply

Your email address will not be published.