প্রার্থীতা ফেরত পেতে হাইকোর্টে হিরো আলম

রিটার্নিং অফিসের পর নির্বাচন কমিশনেও বাতিল হয়ে গিয়েছে আলোচিত হিরো আলমের প্রার্থীতা। তিনি এর বিরুদ্ধে আজ রবিবার সকালে হাইকোর্টে রিট করেছেন। তার পক্ষে অ্যাডভোকেট কাওছার আলী শুনানি করবেন।

হিরো আলম বগুড়া-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পত্র কিনেন। পরে তিনি স্বতন্ত্র প্রার্থী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিন্দ্বিতা করার ঘোষণা দেন।

২ ডিসেম্বর সকল প্রকার যাছাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করে দেন। এরপর তিনি নির্বাচন কমিশনে এর বিরুদ্ধে আপিল করেন।

নির্বাচন কমিশন গত ৬ ডিসেম্বর তার আপিলও বাতিল করে দেয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘হিরোকে জিরো বানানো এত সহজ নয়, এত সহজে মাঠ ছেড়ে যাচ্ছি না। আমি উচ্চ আদালতে আপিল করবো।’