প্রেক্ষাগৃহে ব্যাপক সাড়া ফেললেও পাইরেসির কবলে পড়েছে শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘বরবাদ’। গত এক সপ্তাহ ধরে বিভিন্ন ওয়েবসাইট ও এফটিপি সার্ভারে ঘুরে বেড়াচ্ছে সিনেমাটির সম্পূর্ণ এইচডি সংস্করণ। সাধারণ হলপ্রিন্ট নয়, প্রিমিয়াম কোয়ালিটির এই কপি ছড়িয়ে পড়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।
তবে বিষয়টি নিয়ে নীরব থাকেননি প্রযোজক শাহরিন আক্তার সুমি ও আজিম হারুন। বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, পাইরেসির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রযোজক সুমি বলেন, ‘অনেকে মনে করছে আমরা চুপ করে আছি। বাস্তবে আমরা প্রথম রাত থেকেই আইনি পদক্ষেপ নিয়েছি। কালপ্রিটদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং আমরা আইনের ওপর আস্থাশীল।’
তিনি আরও বলেন, ‘এটি পরিকল্পিতভাবে দেশে থেকেই পাইরেসি করা হয়েছে। বিদেশে পাঠানো ভার্সনের সঙ্গে এই কপির বড় পার্থক্য রয়েছে। এইচডি কোয়ালিটির ভিডিও বাইরে আসা মোটেও সহজ বিষয় নয়।’
পাইরেসির ফলে আর্থিক ক্ষতির বিষয়টি তুলে ধরে সুমি জানান, ‘এখন পর্যন্ত “বরবাদ” সিনেমার আয় প্রায় ৭৫ কোটি টাকা। পাইরেসি না হলে আমাদের লক্ষ্যমাত্রা ছিল ১০০ কোটি ছাড়িয়ে যাওয়া। কেউ কেউ আমাদের এই সাফল্য মেনে নিতে পারেনি, তাই পরিকল্পিতভাবে সিনেমাটি পাইরেসি করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, গুলশান থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে এবং ডিবি সাইবার ইউনিটেও আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো হয়েছে।
মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন ইধিকা পাল। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত ও শ্যাম ভট্টাচার্য। আইটেম গানে দেখা গেছে টলিউড অভিনেত্রী নুসরাত জাহানকে।