‘বঙ্গবন্ধু’ সিনেমায় গীতিকার জাহিদ আকবর

মুক্তির আগেই তুমুল আলোচনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত সিনেমা ‘বঙ্গবন্ধু’ নিয়ে ।  আলোচনার মাত্রা আরো একটু বাড়িয়ে দিলেন জনপ্রিয় গীতিকার জাহিদ আকবর ।  বঙ্গবন্ধু’ সিনেমায় ‘আচিন মাঝি’ শিরোনামে একটি গান লিখেছেন জাহিদ আকবর। গানটির সুর করেছেন শান্তনু মৈত্রী ।

‘বঙ্গবন্ধু’ সিনেমার বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমি। জেমি জানান ,‘সিনেমায় একটি দেশাত্মবোধক গান থাকছে, সেটি জাহিদ আকবর লিখেছেন, যা মুম্বাইয়ে প্রশংসিত হয়েছে। শান্তনু মৈত্র বেশ প্রশংসা করেছেন গানটির কথার।’

উল্লেখ যে,‘বঙ্গবন্ধু’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশাসহ শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।

সিনেমাটি পরিচালনা করছেন বলিউডের আলোচিত নির্মাতা শ্যাম বেনেগাল। সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নীতিশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।