বর্ষীয়ান মেকআপ শিল্পী ভাতিজা সেলিম আর নেই

চলচ্চিত্রের পরিচিত মুখ, গুণী মেকআপ আর্টিস্ট ‘ভাতিজা সেলিম’ আর নেই। বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগে তিনি সোমবার (১৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স ছিল ষাটেরও বেশি।

তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত মেকআপ আর্টিস্ট জাবেদ মিয়া। তিনি জানান, ‘‘সেলিম ভাইয়ের বুকে ব্যথা ও শ্বাসকষ্ট ছিল বলে শুনেছি। তবে আসল কারণ চিকিৎসকরাই ভালো বলতে পারবেন।’’

সেলিমের বাসা ছিল ঢাকার গোলাপবাগে। মঙ্গলবার (১৭ জুন) বাদ আসর তার জানাজা শেষে গোপীবাগে দাফন করা হয়।

‘ভাতিজা সেলিম’ নামে পরিচিত এই শিল্পী আশি ও নব্বই দশকে অসংখ্য সিনেমায় মেকআপে কাজ করেছেন। প্রয়াত নির্মাতা দীলিপ বিশ্বাসের অধিকাংশ চলচ্চিত্রে তার ছোঁয়া ছিল। নিয়মিত কাজ করেছেন পরিচালক আহমেদ সাত্তারের সঙ্গেও। তার সর্বশেষ মেকআপ কাজ ছিল দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমায়।

সেলিমের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

 

Leave a Reply

Your email address will not be published.