‘বললে তুই হয়তো শুটিং বন্ধ করে দিতি’

ঈদে মুক্তির পর থেকেই দেশব্যাপী আলোচনার কেন্দ্রে রয়েছে রায়হান রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’। সিংগেল স্ক্রিন থেকে শুরু করে মাল্টিপ্লেক্স—সবখানেই দর্শকের উপচে পড়া ভিড়। প্রথম দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে ছবিটি।

সিনেমার এই সাফল্যের বড় কৃতিত্ব যে শাকিব খানের, তা অকপটে স্বীকার করছেন পরিচালক রাফী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানালেন, কীভাবে অসুস্থ শরীর নিয়েও পুরো সিনেমার কাজ করেছেন ঢালিউড সুপারস্টার।

রাফী বলেন, ‘শাকিব খান সত্যি কথা বলতে অসুস্থ শরীরেও কোনো দিন কাজ থেকে পিছপা হননি। ডাবিং-এর সময় তার গলা একদম বসে গিয়েছিল। কথা বলছিলেন গলার নিচের দিক থেকে কর্কশ স্বরে। তার জ্বর ছিল, কিন্তু একবারের জন্যও বলেননি। কারণ, তিনি জানতেন আমি জানতে পারলে হয়তো ডাবিং বন্ধ করে দিতাম।’

শুধু ডাবিং নয়, শুটিং চলাকালেও শাকিব খান অসুস্থ ছিলেন বলে জানান রাফী। ‘লিচুর বাগান’ অংশের শুটিং চলাকালীনও শাকিব ভাই ছিলেন অসুস্থ। তখনও কিছু বলেননি। কাজ শেষ করে যখন বিমানে উঠলেন, তখন বললেন, “আমি কিন্তু অসুস্থ ছিলাম। লুকিয়ে ওষুধ খেয়েছি। তোকে বলিনি। কারণ বললে তুই হয়তো শুটিং বন্ধ করে দিতি।’”

শাকিব খানের অভিনয় দক্ষতা নিয়েও প্রশংসা করেছেন পরিচালক। রাফী বলেন, ‘এই সিনেমায় শাকিব খান একাধিক চরিত্রে অভিনয় করেছেন। প্রতিটি চরিত্রের জন্য তার ভিন্ন কণ্ঠস্বর আর বডি ল্যাঙ্গুয়েজ ছিল আলাদা। সত্যি বলতে, ভয়ঙ্কর ভালো অভিনেতা না হলে এটা সম্ভব ছিল না।’

দর্শকদের মতে, ‘তাণ্ডব’ শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম সেরা কাজ। পরিচালক রাফীও বললেন সেই কথাই— ‘এই সিনেমা কেন তার অন্যতম সেরা, সেটা দর্শক দেখলেই বুঝবেন।’