বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের নেতৃত্বে জহিরুল-নূরউল্লাহ

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জহিরুল ইসলাম কচিকে সভাপতি এবং মোহাম্মদ নূরউল্লাহকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।

শনিবার রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘জাতীয় চলচ্চিত্র সংসদ সম্মেলন ২০২৫’-এ এ ঘোষণা দেওয়া হয়। দিনব্যাপী সম্মেলনের পর বিকেল সোয়া ৫টায় অধ্যাপক আব্দুস সেলিম নতুন কমিটির নাম আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

আয়োজকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ৪০টি সংগঠনের প্রতিনিধি সরাসরি এবং আরও পাঁচটি সংগঠন অনলাইনের মাধ্যমে অংশগ্রহণ করে।

এতে চলচ্চিত্র প্রদর্শন আয়োজনের নানা চ্যালেঞ্জ, দর্শক সংকট, অর্থনৈতিক সীমাবদ্ধতা এবং মানসম্পন্ন চলচ্চিত্রের ঘাটতির মতো গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, তৃণমূল পর্যায়ে চলচ্চিত্র সংস্কৃতির প্রসার, নতুন দর্শক তৈরি এবং স্থানীয় প্রতিভার বিকাশের সম্ভাবনাও গুরুত্ব পায়।

নতুন নেতৃত্ব প্রসঙ্গে অধ্যাপক আব্দুস সেলিম বলেন, “নবনির্বাচিত নেতারা সংগঠনকে সবার জন্য উন্মুক্ত রাখবেন এবং তরুণ চলচ্চিত্রকর্মীদের দাবির প্রতি মনোযোগী হবেন।”

সভাপতির দায়িত্ব গ্রহণ করে জহিরুল ইসলাম কচি জানান, “চলচ্চিত্র আন্দোলনের বর্তমান প্রেক্ষাপটে আমাদের চিন্তা-ভাবনা ও উদ্যোগগুলোকে আধুনিক ও বাস্তবসম্মত হতে হবে। এই সম্মেলনে প্রান্তিক কণ্ঠস্বর শোনা হয়েছে, এখন সময় এসেছে তা বাস্তবায়নের।”

সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরউল্লাহ বলেন, “এই সম্মেলনের মূল লক্ষ্য ছিল দেশের চলচ্চিত্র সংসদগুলোকে একটি সম্মিলিত প্ল্যাটফর্মে আনা এবং তাদের সমস্যা ও সম্ভাবনা বোঝা। ভবিষ্যতে ফেডারেশন এসব সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে কার্যকর উদ্যোগ নেবে।”

সম্মেলনে অংশগ্রহণকারী সংগঠনগুলো সরকারের পৃষ্ঠপোষকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অ্যাডভোকেসি ও পদক্ষেপ গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দের প্রতি।

Leave a Reply

Your email address will not be published.