বিপাশাকে দেখে হতবাক নেটদুনিয়া!

সন্তান জন্মের পর নারীদের শরীরে নানা ধরনের পরিবর্তন আসে, যার মধ্যে অন্যতম হলো ওজন বৃদ্ধি। বলিউড তারকাদের ক্ষেত্রেও এ চিত্র নতুন নয়। ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে দীপিকা পাড়ুকোন—অনেকেই মা হওয়ার পর অতিরিক্ত ওজনের শিকার হয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলেন অভিনেত্রী বিপাশা বসু। সম্প্রতি তার একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে আগের তুলনায় অনেকটা ভারী দেখা গেছে। এ ছবি ঘিরে নেটদুনিয়ায় শুরু হয়েছে চর্চা, কেউ সমালোচনা করছেন, আবার কেউ তাকে সমর্থন জানাচ্ছেন।

মা হওয়ার পর বিপাশার ওজন কিছুটা বেড়েছিল, তবে নিয়মিত শরীরচর্চা ও সচেতনতার মাধ্যমে তিনি সেই ওজন অনেকটাই নিয়ন্ত্রণে এনেছেন—এ তথ্য তার সোশ্যাল মিডিয়ার অনুসারীরা ভালোই জানেন। কিছুদিন আগেই ক্যাট আই সানগ্লাস পরে তার শেয়ার করা কিছু ছবিও ভাইরাল হয়েছিল।

তবে সম্প্রতি কোনো মেকআপ ছাড়াই রাস্তায় বের হলে ফটোগ্রাফারদের ক্যামেরায় ধরা পড়েন বিপাশা। স্বাভাবিকভাবেই তোলা ওই ছবিই এখন নেটদুনিয়ায় ঘুরছে। অনেকে তার চেহারায় পরিবর্তন মেনে নিতে না পেরে কটাক্ষমূলক মন্তব্য করছেন। যদিও অনেকেই এ ধরনের ট্রোলিংয়ের বিরুদ্ধে কথা বলে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন।

সন্তান জন্মের পর শারীরিক পরিবর্তনকে স্বাভাবিকভাবে নেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে, এবং বিপাশার প্রতি সম্মান দেখিয়ে বলেছেন, মা হওয়াটাই একজন নারীর সবচেয়ে বড় শক্তি—শরীরের পরিবর্তন নয়।

বিপাশাকে নিয়ে অনেকে কটাক্ষ করেছিলেন। তাদের ওপর চটে গিয়ে অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য। বিপাশা প্রসঙ্গে প্রশ্ন করায় অপরাজিতার অকপট জবাব, ‘কিছু মানুষ আছে শুধু খারাপ কথা বলার জন্য। এদের পাত্তা দেওয়ার কোনও প্রয়োজন নেই।’

অপরাজিতা বলেন, ‘মানুষের এই নিম্ন রুচির জন্যই আমি সোশ্যাল মিডিয়া ব্যবহার করি না। এই নোংরামিতে গুরুত্ব দিতে আমার রুচিতে বাঁধে।’

উল্লেখ্য, ২০০৮ সালে ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ সিনেমায় শেষ কাজ করেছিলেন বিপাশা। তবে সিনেমাটি তেমনভাবে সাফল্য পায়নি। আক্ষরিক অর্থে ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমাতে কাজ করে শেষ সফলতা অর্জন করেছিলেন অভিনেত্রী। বর্তমানে একমাত্র মেয়ে ও স্বামীকে নিয়েই সময় কাটছে তার।