বিভ্রান্তিকর খবরে ক্ষুব্ধ তিশা

সময়মতো কর পরিশোধ না করায় ২৫ তারকার ব্যাংক হিসাব ফ্রিজ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

তালিকায় রয়েছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক বাপ্পারাজ, অভিনেত্রী নুসরাত ফারিয়া, সাবিলা নূর, ও প্রবীণ অভিনেতা আহমেদ শরীফসহ আরও অনেকে।

এনবিআরের কর অঞ্চল-১২’র সহকারী কর কমিশনার কাজী রেহমান সাজিদের সই করা চিঠির ভিত্তিতে গত ১৫ জুন সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে তাদের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে কর ফাঁকির তথ্য, টিআইএন, পাসপোর্ট নম্বরসহ ব্যক্তিগত কিছু তথ্যও উল্লেখ করা হয়।

তবে এই তালিকায় থাকা ‘নুসরাত ইয়াসমিন তিশা’ নামটি নিয়ে সামাজিক মাধ্যমে ও সংবাদমাধ্যমে দেখা দেয় বিভ্রান্তি। অনেকেই ধরে নেন এটি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা, যার সঙ্গে এ ঘটনার কোনও সম্পর্ক নেই।

বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তিশা। রোববার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন,
‘আমি নুসরাত ইমরোজ তিশা। সম্প্রতি কিছু সংবাদমাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্য বিকৃতভাবে উপস্থাপন করে আমার নাম ও ছবি ব্যবহার করেছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

তিনি আরও লেখেন, ‘আমি সবসময় নিয়ম মেনে কর দিয়ে এসেছি। একজন পেশাদার শিল্পী হিসেবে সততার সঙ্গে কাজ করে যাচ্ছি। আশা করব, সাংবাদিক বন্ধুরা ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলতার সঙ্গে সংবাদ পরিবেশন করবেন।’

তিশার এই প্রতিবাদের পর সামাজিক মাধ্যমে অনেকেই বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেছেন। এনবিআরের পক্ষ থেকেও এখনো স্পষ্ট করে কিছু বলা হয়নি।