বুবলীর ভক্তদের মন ভাঙলো ঈদে

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী দীর্ঘদিন ধরে ঈদ মানেই যেন ছিলেন এক বিশেষ আকর্ষণ। ২০১৬ সালে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ দিয়ে রূপালি পর্দায় যাত্রা শুরু করে প্রথম ছবিতেই আলোচনার কেন্দ্রে চলে আসেন তিনি। এরপর থেকে প্রায় প্রতি ঈদেই বড় পর্দায় তার একাধিক সিনেমা মুক্তি পেয়েছে। ফলে ঈদের নায়িকা হিসেবেও তিনি নিজের জায়গা করে নিয়েছিলেন।

তবে এবার ছবিটা একেবারেই ভিন্ন। ২০২৫ সালের ঈদে মুক্তির তালিকায় ছিল বুবলী অভিনীত দুইটি সিনেমা—‘সর্দারবাড়ির খেলা’ (পরিচালনা: রাখাল সবুজ) ও ‘পিনিক’ (পরিচালনা: জাহিদ জুয়েল)। শুরুতে দর্শকদের আশা ছিল, এবারও ঈদে বুবলীর ঝলক দেখা যাবে প্রেক্ষাগৃহে। কিন্তু ঈদের আগেই মুক্তির তালিকা থেকে বাদ পড়ে ‘পিনিক’। এরপর শেষ মুহূর্তে ‘সর্দারবাড়ির খেলা’ও মুক্তি পায়নি। ফলে দীর্ঘদিন পর এবার ঈদে কোনো সিনেমায় দেখা যায়নি বুবলীকে।

এমন পরিণতি ভক্তদের যেমন হতাশ করেছে, তেমনি মন ভেঙেছে অভিনেত্রী বুবলীরও। ঈদের দিন থেকে তাকে দেখা গেছে নীরব, একপ্রকার নিশ্চুপ। অন্য তারকারা যেখানে ব্যস্ত ছিলেন ঈদ আয়োজন, প্রচারণা ও টেলিভিশন অনুষ্ঠানে অংশগ্রহণে—সেখানে বুবলী ছিলেন পুরোপুরি অনুপস্থিত। এমনকি ঈদ উপলক্ষে কোনো শুভেচ্ছা বার্তাও জানাননি তিনি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে ঘিরে শুরু হয় নানা গুঞ্জন ও জল্পনা।

তবে সিনেমাহীন থাকলেও বুবলী একেবারে বসে ছিলেন না। ঈদের আগ থেকেই তিনি ব্যস্ত ছিলেন নতুন একটি সিনেমার শুটিং নিয়ে। ভারতের সীমান্তবর্তী শেরপুর জেলার নালিতাবাড়ীর দাউধারা গ্রামে শুটিং করেছেন ‘শাপলা শালুক’ নামের (যার নাম পরিবর্তন হতে পারে) একটি নতুন সিনেমার। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করছেন আব্দুন নূর সজল। ছবিটি পরিচালনা করছেন রাশেদা আক্তার লাজুক।

সব মিলিয়ে এবারের ঈদটা যেন বুবলীর জন্য ছিল অনেকটাই মলিন ও নিরবতা ঘেরা। তবে নতুন সিনেমার কাজে নিজেকে ব্যস্ত রাখার মাধ্যমে ভক্তদের আশার আলো দেখাচ্ছেন এই অভিনেত্রী।