‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’, এবার নতুন পর্বে আরও চমক

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গত ঈদুল আজহায় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গ-তে মুক্তি পেয়েছিল কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। প্রথম পর্বে প্রকাশিত হয় নাটকটির ৮টি এপিসোড। এবার দর্শকদের জন্য আসছে আরও ৮টি নতুন পর্ব—যেখানে থাকবে চমকপ্রদ কাহিনি ও নতুন কিছু চরিত্রের আবির্ভাব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বঙ্গ জানিয়েছে, ১০ জুলাই থেকে স্ট্রিমিং হতে যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর পর্ব ৯ থেকে ১৬। আগের পর্বগুলোর গল্পে যেমন ছিল বন্ধুত্ব, আড্ডা আর ব্যাচেলরদের দৈনন্দিন জীবনের হাস্যরস, এবার সেই চেনা ফ্ল্যাটেই শুরু হচ্ছে নতুন অধ্যায়।

গল্পের ধারাবাহিকতায় দেখা যাবে—পাশার ব্যবসা নিয়ে শিমুল ও তার একমাত্র কর্মচারী নতুন উচ্চতায় পা রাখছে, তবে তার ভবিষ্যৎ কি? হাবুর শান্ত সংসারে ‘বজরা জাকির’-এর আগমন যেন এক নতুন সংকেত। অন্যদিকে লামিয়াকে কেন্দ্র করে শিমুল ও জাকিরের দ্বন্দ্ব এবার পরিণত হচ্ছে প্রকাশ্য সংঘাতে।

তবে সবার চোখ থাকবে এক চরিত্রের দিকেই—সে হলো মতলব। আগের পর্বে যিনি দর্শকদের পেটে খিল ধরিয়ে দিয়েছেন হাসিতে। এবার কী অপেক্ষা করছে তার ঝুলিতে, তা দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা।

শুধু ওটিটিতেই নয়, নাটকটি এবার প্রচারিত হবে টেলিভিশনেও। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ দেখা যাবে চ্যানেল আই-তে।

উল্লেখ্য, এবারের সিজনে অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, শিমুল শর্মা, লামিয়া হসাইনসহ আরও অনেকে। নতুন পর্বে গল্পের গতি ও চরিত্রগুলোর রসায়ন আরও রঙিন ও জমজমাট হয়ে উঠবে বলেই প্রত্যাশা।

 

Leave a Reply

Your email address will not be published.