ভাইরাল ছবিতে উঠে এলো এক অজানা অধ্যায়

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিন ধরে ঘুরে বেড়াচ্ছে মোশাররফ করিমের একটি পুরোনো ছবি। ছবিতে তাকে দেখা যাচ্ছে একদল শিক্ষার্থীর সঙ্গে। প্রথম দেখায় অনেকেই ভেবেছেন, এটি তার ছাত্রজীবনের কোনো স্মৃতি। কিন্তু বাস্তবতা অনেকটাই ভিন্ন।

ছবিটি যখন তোলা হয়েছিল, তখন মোশাররফ করিম শিক্ষকতা করতেন! ঢাকার ই-হক কোচিং সেন্টারে বাংলা পড়াতেন তিনি। ছাত্রদের কাছে তখন তিনি পরিচিত ছিলেন ‘শামীম স্যার’ নামে।

নব্বইয়ের দশকের সেই সময়ে কোচিং সেন্টারগুলোয় পুরো ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকের একসঙ্গে ছবি তোলার চল ছিল। আজকের মতো সোশ্যাল মিডিয়ায় ‘শো-অফ’ নয়, বরং সেটি ছিল একরকম স্মৃতির ফ্রেমবন্দি। মোশাররফ করিমের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।

ছবিটি ভাইরাল হওয়ার পর থেকেই সামাজিক মাধ্যমে উঠে এসেছে নানা মন্তব্য, নানা স্মৃতিচারণ। কারও কারও ভাষ্য—তারা নিজেই ছিলেন মোশাররফ করিমের ছাত্র।

হাবিবুর রহমান নামের একজন মন্তব্য করেছেন, ‘আমিও উনার ছাত্র ছিলাম।’ আরেকজন লিখেছেন, ‘আমি ই হকের শামীম স্যারের কাছে বাংলা পড়েছি। উনি খুব ভালো পড়াতেন।’

শুধু সাধারণ শিক্ষার্থী নয়, দেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনাও ছিলেন ‘শামীম স্যার’-এর ছাত্রী। পুরোনো এক সাক্ষাৎকারে কনা বলেছিলেন, ‘আমি যে কোচিংয়ে পড়তাম সেখানে মোশাররফ করিম ভাই বাংলা পড়াতেন। আমরা তাকে শামীম ভাই বলে ডাকতাম। তবে তখন বুঝিনি উনি একদিন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা হয়ে উঠবেন। মনে আছে, উনি ছিলেন বেশ রাগী শিক্ষক!’

chalk আর duster হাতে ক্লাসে দাঁড়িয়ে যে তরুণ শিক্ষক বাংলা পড়াতেন, তিনিই আজ দেশের সবচেয়ে জনপ্রিয় ও বহুমুখী অভিনেতাদের একজন। ভাইরাল হওয়া এই একটি ছবিই যেন মোশাররফ করিমের জীবন থেকে এক অজানা অধ্যায় তুলে এনেছে ভক্তদের সামনে।