মাজারেই আছেন সমু চৌধুরী, গল্প করছেন প্রশাসনের কর্তাদের সঙ্গে

মাজারে অবস্থান ও তার ঘিরে আলোচনা—এই নিয়েই এখন সারাদেশে চর্চায় নাট্যকার ও অভিনেতা সমু চৌধুরী। ভাইরাল হওয়া সেই ছবির সূত্র ধরে জানা গেছে, তিনি এখনো অবস্থান করছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের মুখী গ্রামের শাহ্ মিসকিন জয়নাল আবেদিন (রহ.) মাজারে।

বৃহস্পতিবার (১৩ জুন) রাত ১০টা পর্যন্ত মাজারেই ছিলেন তিনি। পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, সমু চৌধুরীর খোঁজখবর নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সেনাবাহিনীর সদস্যসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা মাজারে যান। সেখানে সমু চৌধুরী তাদের সঙ্গে খোশগল্পে সময় কাটান। তার আচরণ ছিল স্বাভাবিক, এবং তিনি সুস্থ রয়েছেন বলে জানান ওসি। প্রশাসন তার পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেন তিনি।

এর আগে বুধবার (১২ জুন) রাত সাড়ে ১০টার দিকে একটি মোটরসাইকেলে চড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে ময়মনসিংহের এই মাজারে পৌঁছান সমু চৌধুরী।

পরদিন বিকেলে মাজারের এক গাছতলায় গামছা পেঁচিয়ে শুয়ে থাকা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম নেয়। মুহূর্তেই তা ভাইরাল হয়ে পড়ে, শুরু হয় জোর আলোচনা ও নানা গুঞ্জন।

তবে সমু চৌধুরী মাজারেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং তাকে ঘিরে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published.