মাঝে মাঝে মনে হয়, এসব এড়িয়ে চলাই ভালো: পরীমণি

গত শুক্রবার বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে খোলামেলা কথা বলেন তিনি।

নিজের আচরণ ও আবেগ নিয়ে পরীমণি বলেন, “আমি আর দশজন মানুষের মতোই—আমারও রাগ, কষ্ট, দুঃখ, অভিমান হয়। সবকিছু সহজে নিতে পারি না, হঠাৎ করেই রিঅ্যাক্ট করে ফেলি।

বাইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সেরা অভিনেত্রী বিচারক বিভাগে পুরষ্কার পেয়েছেন পরীমণি।

‘রঙিলা কিতাব’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পাশাপাশি সেরা ওটিটি কন্টেন্ট হিসেবে রঙ্গিলা কিতাব এর পুরষ্কারটিও গ্রহণ করেছেন এই নায়িকা।

এরপর বাড়ি ফিরেই ছেলে পূণ্যকে নিয়ে পুরস্কার দুটোর সাথে হাস্যোজ্জ্বল মুহূর্তের কিছু ছবি তুলে সামাজিক মাধ্যমে নায়িকা লেখেন, ‘আমার এই অর্জন আমার দর্শকের জন্য উৎসর্গ করছি। এটা আপনাদের।’

কিন্তু আমার সেই প্রতিক্রিয়া অনেক সময় মানুষ মেনে নিতে পারে না। বলে, নায়িকা হয়ে এসব করা যায় না। এই সীমার মধ্যে পড়ে যাই বলে মাঝে মাঝে মনে হয়, এসব এড়িয়ে চলাই ভালো।”

তবে নিজের মতো করে জীবন উপভোগ করতে চাইলেও বাস্তবতা ভিন্ন বলে জানান পরীমণি।

আক্ষেপ করে তিনি বলেন, “আমি যতটা চাই ঝামেলা এড়িয়ে শান্তিতে থাকতে, ততটাই ঝামেলাগুলো আমার জীবনে হানা দেয়। তাই এখন মনে করি, এসব ঝামেলা নিয়েই বাঁচতে হবে।”