‘মিথ্যার একটা শেষ থাকে, ধোঁকাবাজির শেষ থাকে’

এবারের ঈদুল আজহায় মুক্তি পেয়েছে রায়হান রাফী পরিচালিত সিনেমা তাণ্ডব। ছবিটি প্রেক্ষাগৃহে তাণ্ডব চালাচ্ছে। মেগাস্টার শাকিব খানের এই ছবি ইতোমধ্যে পাইরেসির কবলে পড়লেও প্রেক্ষাগৃহে তার কোনো প্রভাব পড়েনি।

সিনেমাটি দর্শকের প্রশংসায় ভাসলেও বরাবরের মতো এবারও শাকিব খানের সমালোচনায় মেতে উঠলেন ঢাকাই সিনেমার পরিচালক ও নির্মাতা মোহাম্মাদ ইকবাল। যদিও বিষয়টি খানিক শাকিব খান কেন্দ্রিক হলেও এবার ইকবালের সমালোচনার শিকার সিনেমার প্রায় সকল কলাকুশলীরা!

বলা বাহুল্য, শাকিব খানের নতুন কোনো সিনেমা মানেই যেন ইকবালের যত বিস্ফোরক মন্তব্য- যা পরিণয় ঘটে সংবাদের শিরোনামে। এবারও তাই ঘটতে যাচ্ছে। এতদিন পর্যন্ত শুধু শাকিব খান নিয়ে সমালোচনা করলেও এখন একহাত নিলেন শাকিবের সদ্য মুক্তি পাওয়া তাণ্ডব সিনেমার পরিচালক-প্রযোজক থেকে শুরু করে সকল অভিনয়শিল্পীদেরও।

সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হন ইকবাল; আর সামাজিক মাধ্যমেও ভাইরাল তার সমালোচনার উক্তি। শাকিব খান কি মেগাস্টার? এমন প্রশ্নের জবাবে উত্তেজিত হয়ে পড়তে দেখা যায় ইকবালকে। বলেন, ‘নায়ক রাজ রাজ্জাক একজন ছিলেন, ড্যান্সিং সোহেল রানা একজন ছিলেন, মেগাস্টার হিরো নায়ক উজ্জ্বল সাহেব, একজনই ছিলেন। যার ছবি একবছর একটানা হল এ চলেছে। তার একটা সিনেমা ‘নসিব’ আমি নিজে দেখেছি। একবছরেও হল থেকে নামে নি ছবিটি।

তখন কম্পিটিশন ছিল, অনেক কিছু ছিল। কিন্তু সেখানে একটানা একবছর সিনেমা চলা, তিনি আসলেই মেগাস্টার। ইলিয়াস কাঞ্চনের সিনেমাও দেখেছি, একবছরেও নামেনি। সালমান শাহের সিনেমা, হলে বছরের পর বছর চলেছে। সালমান শাহও মেগাস্টার বলেননি নিজেকে, কাঞ্চনও বলেননি।’

শাকিবের তাণ্ডব সিনেমা দেখেছেন ইকবাল। সে অভিজ্ঞতা জানিয়ে পরিচালক বলেন, ‘তাণ্ডব দেখলাম, দেড় ঘণ্টা পর সিনেমা হলে ঘুমিয়েছি। হ্যাঁ প্রথম দেড় ঘণ্টা কিছুই বুঝি নাই। এত বড় বড় টেলিভিশন আর্টিস্ট, এদের অভিনয় দেখলাম, আমার লাইফে আমি এমন প্যাঁচাল অভিনয় দেখি নি। এত প্যাঁচাল সিনেমার ভেতরে! আমার মনে হলো একটা বড় ধরনের ওটিটি, বা টেলিফিল্ম দেখলাম। ওটিটির অ্যাকশন তো খুব বড় বড় ধরনের অ্যাকশন হয়। আমরা নেটফ্লিক্সে যখন ওটিটি দেখি, সেখানে চরম অ্যাকশন হয়।’

ছোট পর্দা থেকে উঠে আসা সাবিলা নূর, আফরান নিশো, সিয়াম আহমেদকে দেখা গেছে তাণ্ডব সিনেমায়। সাবিলা নূরের বড় পর্দায় আসার ব্যাপারটি প্রথম। তবে এ নিয়ে একরকম বিস্ফোরক মন্তব্য করে বসলেন ঢালিউডের এই পরিচালক। তার কথায়, ‘সিনেমার শিল্পী সিনেমারই, নাটকের শিল্পী নাটকেরই। যাদেরকে নিয়মিত এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে দেখা যায়, তাদেরকে সিনেমা হলে দর্শক পছন্দ করে না। টেলিভিশনে পছন্দ করে। আমার বেডরুমে আমি তাদের পছন্দ করি, কিন্তু ৫০০ টাকার টিকিট কেটে আমি সিনেমা হলে গিয়ে নাটকের লোকদের দেখে আসব, প্রশ্নেই আসে না।’

তাণ্ডবের আয়ের পরিমাণ নিয়েও সন্দেহ ইকবালের। তার কথায়, ‘দুই সপ্তাহ যদি সিনেমা হিট হয়, তাও এক কোটি টাকা ইনকাম হয় না। ওরা প্রথম দিনই এক কোটি, দুই কোটি বলছে ****** বাচ্চাগুলো। মানে মিথ্যার একটা শেষ থাকে, ধোঁকাবাজির শেষ থাকে। এগুলো একটা গেম, ভোগাস, চাপাবাজি ছাড়া কিছুই না।’

Leave a Reply

Your email address will not be published.