মেহজাবীনের বোন মালাইকার নতুন নাটক

নতুন নাটক নিয়ে আবারও অভিনয়ে ফিরছেন মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। এবার তাকে দেখা যাবে ‘অনুতপ্ত’ শিরোনামের একটি নাটকে। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন পার্থ শেখ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অনুতপ্ত’ নাটকের একটি পোস্টার শেয়ার করেছেন মালাইকা। সেখানে তিনি জানান, জুলাই মাসেই দর্শকদের জন্য বিশেষ কিছু আসছে।

নাটকটি রচনা ও পরিচালনা করেছেন কেএম সোহাগ রানা। প্রযোজনায় রয়েছেন রাজ। পারিবারিক আবহে নির্মিত এই নাটকে তুলে ধরা হয়েছে বাবার দায়িত্ববোধ, সন্তানের সঙ্গে সম্পর্ক এবং তরুণ-তরুণীদের জীবনের নানা বাস্তব অভিজ্ঞতা। নির্মাতার বিশ্বাস, গল্পের আবেগ-সংবেদনশীলতা দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে।

নাটকে মালাইকার বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও দীপা খন্দকার। আরও রয়েছেন শিবা শানু, তানজিম হাসান অনিকসহ অনেকে। ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। চিত্রগ্রহণে ছিলেন রাজু রাজ।

‘অনুতপ্ত’ খুব শিগগিরই ইউটিউবে মুক্তি পাবে বলে জানা গেছে।

উল্লেখ্য, এর আগেও মালাইকা অভিনয় করেছেন ‘সন্ধিক্ষণ’ ও ‘ক্ষতিপূরণ’ নাটকে। প্রথমটিতে তার সহশিল্পী ছিলেন ফারহান আহমেদ জোভান এবং দ্বিতীয়টিতে ইয়াশ রোহান। উভয় নাটকই পরিচালনা করেছিলেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

Leave a Reply

Your email address will not be published.