মেহজাবীন ও হিমিকে পুরস্কৃত করল পুলিশ

কর্মজীবনে একজন নারী পুলিশ সার্জেন্ট কতোটা ঘাত-প্রতিঘাত সহ্য করে তার দায়িত্ব পালন করেন— এমন গল্পে মাহমুদুর রহমান হিমি গেল ঈদে নির্মাণ করেছিলেন ‘আলো’। নাটকটির কাহিনি লেখার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। তাদের দুজনকে পুরস্কৃত করেছে পুলিশ।

পুলিশের উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) তাদেরকে এ পুরস্কার দিয়েছে। বৃহস্পতিবার তাঁদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন বিপিডব্লিউএনের সভাপতি ও স্পেশাল ব্র্যাঞ্চের ডিআইজির আমেনা বেগম।

পুরস্কারপ্রাপ্তি নিয়ে মেহজাবীন বলেন, ‘যখন এই কাজটি করি, তখন বুঝিনি বাংলাদেশ পুলিশ এই নাটকটি দেখবে এবং সবাই এত পজিটিভ ফিডব্যাক দেবেন। শুধু তা-ই নয়, আয়োজন করে যে সম্মান তারা আমাদের দিলেন, এটা যে কোনো অভিনয়শিল্পী বা নির্মাতার জন্য দারুণ অভিজ্ঞতার। ভবিষ্যতে আমরা বাংলাদেশ পুলিশের ইতিবাচক দিকগুলো নিয়ে আরও কাজ করতে পারব, সেটার জন্য এই পুরস্কার অনুপ্রাণিত করবে।’