জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর শুধু সংগীতেই নন, সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নানা সময় প্রতিবাদী কণ্ঠে মতামত দেন, আবার কখনো শেয়ার করেন ব্যক্তিগত অনুভূতি ও জীবনের গল্প।
আজ ৫ মে সকালে মেয়ের জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে দুটি ছবি শেয়ার করে আবেগময় এক স্ট্যাটাস দিয়েছেন তিনি। ছবিতে দেখা যায়—হলুদ জামা পরা ফুটফুটে আইদাহর মাথায় মানানসই হলুদ রঙের হেয়ারব্যান্ড। আরেকটি ছবিতে বাবার বুকে মাথা রেখে অপলক তাকিয়ে আছে মেয়ে, বাবার কপালে চুমু এঁকে দিচ্ছেন তিনি।
আসিফ আকবর লেখেন, ‘আজ আমাদের মেয়ে আইদাহ আসিফ রঙ্গনের জন্মদিন। তিন বছর পেরিয়ে চতুর্থ বছরে পা দিল ও। আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট আইদাহ। ও যেমন হাসিখুশি, তেমনি জিদও কম নয়।’
তিনি আরও জানান, ‘নিজের জীবন নিয়ে মেয়ের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আমার খুব ইচ্ছে, আইদাহ বড় হয়ে ফাইটার প্লেন চালাবে। সেই স্বপ্নপূরণে বাবা হিসেবে যা করণীয়, সবই করব ইনশাআল্লাহ।’
ভবিষ্যতের পরিকল্পনার কথা জানিয়ে আসিফ বলেন, ‘বেঁচে থাকলে ওর গ্র্যাজুয়েশন দেখতে চাই। বাকি আল্লাহর হাতে।’
জন্মদিনে মেয়ের কাছ থেকে দূরে দক্ষিণ কোরিয়ায় কনসার্টে থাকা প্রসঙ্গে তিনি লেখেন, ‘ঢাকায় নেই, কনসার্টের জন্য এসেছি দক্ষিণ কোরিয়ায়। এখানে বাচ্চাদের সঙ্গে সময় কাটাব, গান গাইব। তবুও খুব মিস করব আইদাহকে। ও আমাকে সারাক্ষণ খোঁজে, বাসায় থাকলে পাশেই থাকে।’
সবশেষে মেয়ের জন্য দোয়া চেয়ে আসিফ আকবর বলেন, ‘সবার কাছে দোয়া চাই আমার মেয়ের জন্য। শুভ জন্মদিন আইদাহ মা’মনি। আনন্দে বাঁচো। ভালোবাসা অবিরাম।’