বাংলা সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নাজমুন মুনিরা ন্যান্সি এবার নতুন এক অভিজ্ঞতার মুখোমুখি হলেন। দীর্ঘ ক্যারিয়ারে বহু শ্রোতাপ্রিয় গান উপহার দেওয়া এই গায়িকা এবার প্রথমবারের মতো গান গাইলেন তার বড় মেয়ে রোদেলার সঙ্গে।
‘কেন’ শিরোনামের একটি স্যাড-রোমান্টিক ঘরানার গানে কণ্ঠ দিয়েছেন মা-মেয়ে। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন প্রত্যয় খান। গানটির জন্য নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিও, যেখানে দেখা যাবে ন্যান্সি ও রোদেলাকে একসঙ্গে।
ভিডিওটি প্রকাশ পাবে আগামী বৃহস্পতিবার রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত দুই প্রজন্মের এই দুই শিল্পী।
ন্যান্সি বলেন, “গানটি শুরুতে আমি একাই করার পরিকল্পনা করেছিলাম। কিন্তু পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করলে গানটিতে অন্যরকম একটা আবেগ যোগ হবে। ওকে গাইয়ে বেশ ভালো লেগেছে। এটা আমাদের প্রথম গান—সুতরাং আমি ভীষণ আনন্দিত ও গর্বিত।”
রোদেলা জানান, “মায়ের সঙ্গে গান গাওয়া এক সাহসী সিদ্ধান্ত। মা আমাকে অনুপ্রাণিত করেছেন, সাহস দিয়েছেন। তাই আত্মবিশ্বাস নিয়ে গেয়েছি।”
গানটির সংগীত পরিচালক প্রত্যয় খান বলেন, “ছোটবেলা থেকেই ন্যান্সি আন্টির কণ্ঠ আমার খুব প্রিয়। রোদেলার কণ্ঠেও একটা নিজস্বতা আছে। আমরা সবাই মিলে এমন একটি গান তৈরি করার চেষ্টা করেছি, যা শ্রোতাদের ভালো লাগবে এবং আলাদা কিছু হয়ে উঠবে।”