মোশাররফ করিম এবার ফিটফাট বাবু

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম বরাবরই ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করে এসেছেন। এবার তিনি হাজির হচ্ছেন এক নতুন রূপে—কমেডি ঘরানার নাটক ‘ফিটফাট বাবু’-তে। নাটকটির দৃশ্য ধারণ হয়েছে গত ৮ মে, ঢাকার পূবাইলে। অনামিকা মণ্ডলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সোহেল হাসান।

নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, “‘ফিটফাট বাবু’ একটি ব্যতিক্রমধর্মী কমেডি নাটক। এতে বিনোদনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ বার্তাও রয়েছে। আশা করি, দর্শক নাটকটি উপভোগ করবেন।”

এছাড়াও সম্প্রতি পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতামূলক একটি ওভিসিতে (অনলাইন ভিডিও কমার্শিয়াল) অভিনয় করেছেন তিনি। এই ক্যাম্পেইনের মাধ্যমে অকারণে হর্ন বাজানো বন্ধে চালকদের সচেতন করার উদ্দেশ্যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এটি পরিচালনা করেছেন মেহেদী রনি এবং মূল ভাবনা ও গল্প লিখেছেন মো. নাজিম উদ্দিন (মাসুম)।

ওভিসিটিতে মোশাররফ করিমকে বাস চালকের চরিত্রে দেখা যায়, যেখানে তাঁর সহকারী (হেল্পার) চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় ফেসবুক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া।

মোশাররফ করিম বলেন, “আমি আগেও সচেতনতামূলক বেশ কিছু কাজ করেছি। একজন শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়িত্ববোধ থেকেই এই ধরনের কাজ করা উচিত বলে আমি মনে করি। এই কাজটিও করতে পেরে আমার খুব ভালো লেগেছে।”