যুক্তরাষ্ট্রে হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন, ভক্তদের ধন্যবাদ জানিয়ে যা বললেন মিশা

প্রায় নয় বছর আগে ‘মিসড কল’ সিনেমার শুটিংয়ের সময় দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর।

সেই ঘটনায় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। দীর্ঘ চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করানোর।

এই চিকিৎসার প্রয়োজনেই সম্প্রতি যুক্তরাষ্ট্রে যান তিনি। ভর্তি হন ডালাসের একটি হাসপাতালে। সেখানেই স্থানীয় সময় গত বৃহস্পতিবার সকালে সফলভাবে তার হাঁটুর অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অপারেশনের পর হাসপাতাল থেকে বাসায় ফিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অবস্থার কথা জানান এই বর্ষীয়ান অভিনেতা। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ, মহান আল্লাহতালার দরবারে অশেষ শুকরিয়া। গতকাল আমার লিগামেন্ট অপারেশন যুক্তরাষ্ট্রের ডালাসে সম্পন্ন হয়েছে। এখন আমি বাসায় অবস্থান করছি।”

ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মিশা সওদাগর আরও বলেন, “দেশ-বিদেশে যারা আমাকে দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষভাবে কৃতজ্ঞ আমার চলচ্চিত্র পরিবার, শিল্পী সমিতি এবং সাংবাদিকদের প্রতি।”

Leave a Reply

Your email address will not be published.