যে কারণে ভেঙেছিল জন-বিপাশার প্রেম

এক সময় বলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর একটি ছিলেন জন আব্রাহাম ও বিপাশা বসু। ২০০৩ সালে মুক্তি পাওয়া ইরোটিক থ্রিলার ‘জিসম’ সিনেমায় তাদের পর্দার রসায়ন দর্শকদের মাতিয়ে তোলে।

এই সিনেমার শুটিংয়ের সময়েই গড়ে ওঠে বাস্তব জীবনের প্রেম, যা প্রায় এক দশক স্থায়ী হয়। জন-বিপাশার রোমান্স ছিল বলিউডে তুমুল আলোচনার বিষয়।

তবে সেই প্রেমময় সম্পর্কের পরিণতি হয়নি বিয়ে। বরং যখন তাদের বিয়ে নিয়ে গুঞ্জন ছিল তুঙ্গে, তখনই ঘটে ভাঙন। তাদের বিচ্ছেদের সঠিক কারণ কখনোই পরিষ্কার হয়নি, তবে বিভিন্ন সাক্ষাৎকারে পাওয়া ইঙ্গিত থেকে বোঝা যায়, সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিন ধরেই চলছিল।

এক সাক্ষাৎকারে সাবেক সঙ্গীর সঙ্গে বন্ধুত্ব রাখা যায় কি না—এমন প্রশ্নে বিপাশা বলেছিলেন, “অবশ্যই, যদি সে খুব বাজে লোক না হয়।” তার এই মন্তব্য থেকেই অনেক কিছু আঁচ করা যায়।

টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া আরেক সাক্ষাৎকারে তিনি জানান, সম্পর্কের শেষ দিকে তাদের মাঝে বন্ধুত্বপূর্ণ কোনো আবহ ছিল না। বিপাশার ভাষায়, “যখন সবকিছু স্বাভাবিকভাবে চলে না, তখন বোঝা যায় আলাদা হয়ে যাওয়াই ভালো।”

অনেকের মতে, বিয়ে নিয়েই তাদের সম্পর্কের ফাটল শুরু। বিপাশা বিয়ে করতে চাইলেও জন ছিলেন অনাগ্রহী। জন এক সাক্ষাৎকারে জানান, “আমরা দুজনেই বুঝেছিলাম সম্পর্ক আর টিকবে না। অনেক বিষয়ে মতপার্থক্য হচ্ছিল। সম্ভবত আমিই মানিয়ে নিতে পারিনি।”

গুঞ্জন আছে, বিপাশার সঙ্গে সম্পর্ক চলাকালীন জন প্রেমে জড়ান প্রিয়া রাঞ্চালের সঙ্গে। এ বিষয়টি সহজভাবে নিতে পারেননি বিপাশা। বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে তিনি প্রতারণার শিকার হওয়ার অভিযোগ তুলেছেন। যদিও জন তার জবাবে বলেন, “প্রতারণা শব্দটি আমার ডিএনএতে নেই।”

বিচ্ছেদের পর ২০১৪ সালে ‘অ্যালোন’ সিনেমার সেটে করণ সিং গ্রোভারের সঙ্গে সম্পর্কে জড়ান বিপাশা। দুই বছর পর, ২০১৬ সালের ৩০ এপ্রিল তারা বিয়ে করেন। ২০২২ সালে জন্ম নেয় তাদের কন্যাসন্তান দেবী।

অন্যদিকে, জন আব্রাহাম ২০১৪ সালেই বিয়ে করেন প্রিয়া রাঞ্চালকে। এখনো তিনি নিয়মিত বলিউড সিনেমায় কাজ করছেন, যদিও বিপাশাকে বড় পর্দায় দেখা যায় খুব কমই।

এই এক যুগের সম্পর্ক, বিচ্ছেদ এবং নতুন জীবনের গল্প আজও বলিউডপ্রেমীদের মনে নাড়া দেয়।

Leave a Reply

Your email address will not be published.