রাজ-পরীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে হাজির হয়েছেন পরীর স্বামী সৌরভ

দশবছর আগে ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমনি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন । বিয়ের দশবছর পর পরিমনি সৌরভকে ডিভোর্স না দিয়ে শরিফুল রাজকে বিয়ে করায় আইন লঙ্ঘন করেছেন তিনি । তাই ১০ বছর আগে বিয়ে করে সঙ্গীকে তালাক না দিয়ে বিয়ে করায় সেটি অবৈধ হয়েছে- এমন অভিযোগ করে চিত্রনায়িকা পরীমনি ও অভিনেতা শরিফুল রাজকে আইনি নোটিশ পাঠিয়েছেন কুমিল্লার এক আইনজীবী ।

আগামী সাত কর্মদিবসে পরী- রাজের পক্ষ থেকে নোটিশের জবাব না এলে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। নোটিশের বিষয়ে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তারা এখনও কোনো উকিল নোটিশ পাননি সেই সাথে আরো জানান তিনি বলেন, ‘ভালো তো, আগে পরী আদালতে একা যেত এখন আমিও যাব।’

পরবর্তীতে পরীমনির সাথে যোগাযোগ করে হলে পরীমনি প্রথমেই সেই ছেলের নাম জানতে চান। ফেরদৌস কবির সৌরভ নাম শুনে পরীমনি বলেন, ‘ফেরদৌস নামের কারও সঙ্গে তো আমি প্রেমই করিনি, বিয়ে তো দূরের কথা।’

নোটিশদাতার দাবি, ২০১২ সালের ৪ এপ্রিল নায়িকা পরীমনি যশোরের কেশবপুর এলাকার যুবক ফেরদৌস কবির সৌরভকে বিয়ে করেন। এক লাখ টাকা কাবিনে বিয়েটি নিবন্ধন হয় কেশবপুর শহরের অফিসপাড়ার পাবলিক ময়দান এলাকার ফাতেমা মঞ্জিলে পৌরসভার কাজী এম ইমরানের হোসেনের মাধ্যমে।

উল্লেখ্য যে গত ১ জানুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা হয় পরীমনি ও রাজের। যেখানে ১০১ টাকায় কাবিন করা হয়।