রিলস ভিডিওতে ঝড় তুললেন নুসরাত ফারিয়া

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এবার তিনি চমকে দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি রিলস ভিডিওর মাধ্যমে। মাত্র ২৪ সেকেন্ডের এই ভিডিওতে তার আবেদনময়ী উপস্থিতি মুগ্ধ করেছে হাজারো ভক্তকে।

সোনালি রঙের ঝলমলে পোশাক, কার্লি চুল, গভীর চোখের চাহনি আর হাতে ধরা গোলাপে ফারিয়ার সৌন্দর্য যেন নতুন মাত্রা পেয়েছে। ভিডিওটি প্রকাশের পরপরই ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়, আর মুহূর্তেই উপচে পড়ে মন্তব্যের ঘর।

নেটিজেন শায়লা সুলতানা ভিডিও দেখে মন্তব্য করেছেন, “হঠাৎ করেই যেন তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের মতো দেখতে লাগছে তাকে।”
আরেকজন লিখেছেন, “তোমাকে দেখতে অসাধারণ সুন্দর ও দারুণ আকর্ষণীয় লাগছে।”

জসিম হক নামের এক ভক্ত আবেগঘন মন্তব্যে লেখেন, “তুমি এতটাই সুন্দর, যেন সত্যিকারের কোনো রানি। কেন যে তোমাকে এত ভালো লাগে, সেটা বলা কঠিন—শুধু জানি, তোমাকে দেখলেই মনটা ভালো হয়ে যায়।”

এই ভিডিওতে আবারও প্রমাণ হলো, পর্দার বাইরেও নিজের স্টাইল ও ক্যারিশমা দিয়ে দর্শকের মন জয় করতে জানেন নুসরাত ফারিয়া।

Leave a Reply

Your email address will not be published.