রেকর্ড গড়েছে “ব্যাচেলরস রমজান”

বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত নাটক “ব্যাচেলর পয়েন্ট” । এই নাটকেরই একটি স্পেশাল এপিসোড “ব্যাচেলরস রমজান” মুক্তি দেয়া হয়েছে মে মাসের ছয় তারিখে । মুক্তির সাথে সাথে প্রথম তিন ঘণ্টাতেই রেকর্ড গড়েছে ‘ব্যাচেলরস রমজান’। এই সময়টায় ১০ লাখেরও বেশিবার দেখা হয়েছে টেলিফিল্মটি। বিষয়টি নিশ্চিত করেছেন এর পরিচালক কাজল আরেফিন অমি।

তিনি বলেন, ‘ব্যাচেলর পয়েন্টের ঘরে যোগ হলো নতুন আরও একটি রেকর্ড। বাংলাদেশে এই প্রথম কোন টেলিফিল্ম তিন ঘণ্টায় ১০ লাখেরও বেশি মানুষ দেখেছে। ধন্যবাদ দর্শকদের এভাবে পাশে থাকার জন্য এবং আমাদেরকে উৎসাহিত করার জন্য। আপনাদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা। কাজটির পেছনে আমাদের কি পরিমাণ পরিশ্রম ছিল সেই গল্প অন্য একদিন বলব।’

এদিকে ১৪ ঘণ্টায় ইউটিউবে ‘ব্যাচেলরস রমজান’ দেখা হয়েছে ২৭ লাখেরও বেশিবার। এর কমেন্টের ঘরে জমা পড়েছে ইতিবাচক সব মন্তব্য। বেশিরভাগ দর্শকের মতে, টেলিফিল্মটিতে ব্যাচেলদের রমজানের নানান আবেগ অনুভূতির অনুষঙ্গ খুঁজে পেয়েছেন তারা। এই কারণেই টেলিফিল্মটির এমন সাফল্য।