মুন্সীগঞ্জে একটি পিকনিক লঞ্চে নারীদের ওপর হামলার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনাটির ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে, যেখানে প্রকাশ্যে এক যুবককে নারীদের মারধর করতে দেখা যায়। এ নিয়ে মুখ খুলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।
শনিবার (১০ মে) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে চমক দুটি ছবি শেয়ার করেন।
ছবিতে দেখা যায়, হামলাকারী যুবকটি ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর কর্মী নেহাল আহমেদ জিহাদ (২৭)। তার সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের একটি ছবিও প্রকাশ করেছেন অভিনেত্রী।
জানা গেছে, শুক্রবার (৯ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জ লঞ্চঘাটে ‘এমভি ক্যাপ্টেন’ নামক তিনতলা একটি লঞ্চে এ হামলার ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ৬ জন আহত হন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির জানান, দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ৩০০-৪০০ তরুণ-তরুণী একটি পিকনিক ও নৌভ্রমণের জন্য এমভি ক্যাপ্টেন লঞ্চটি ভাড়া করেন। লঞ্চটি চাঁদপুর ঘুরে ফেরার পথে মুন্সীগঞ্জ লঞ্চঘাটে নোঙর করে খাবার কেনার জন্য।
পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা যায়, লঞ্চ থামার পর ৮-১০ জন ছেলে-মেয়ে টার্মিনালে চা-নাস্তা খেতে গেলে স্থানীয়দের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে প্রায় ৫০-৬০ জন লোক লঞ্চে উঠে তাদের ওপর হামলা চালায়। মারধর, হেনস্তা এবং লঞ্চে ভাঙচুর চালানো হয়। ঘটনার একপর্যায়ে দুই নারীকে লঞ্চের সামনের ডেকে এনে প্রকাশ্যে প্রহার করা হয়, যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাধারণ মানুষ ও নেটিজেনরা।