শতাধিক সিনেমা হলে ‘সুলতান’

ভারতীয় সিনেমা ‘সুলতান দ্য সেভিয়র’ মুক্তি পেতে যাচ্ছে আগামীকাল। এটি সারাদেশের ১১৮টি সিনেমা হলে মুক্তি পাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া। তারা সিনেমাটি ‘সাফটা’ চুক্তির আওতায় বাংলাদেশে আমদানি করেছে। এর বিপরীতে বাংলাদেশে থেকে গিয়েছে ‘গহীনে বালুচর’।

‘সুলতান’ প্রযোজনা করেছে জিতস ফিল্ম ওয়ার্কস। পরিচালনা করেছেন রাজা চন্দ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন জিত, মিম ও প্রিয়াঙ্কা। এছাড়া রয়েছেন তাসকিন রহমান।

‘সুলতান দ্য সেভিয়র’  যে ১১৮ টি সিনেমা হলে চলবে তার তালিকা নিচে দেওয়া হল।

ঢাকার ভিতরে

ব্লকবাস্টার সিনেমাস,  মধুমিতা, বলাকা, অভিসার, রাজমনি, চিত্রামহল, বিজিবি, মুক্তি, এশিয়া, আনন্দ, সেনা, গীত,  নিউ গুলশান, পূরবী ।

ঢাকার বাইরে

চম্পাকলি (টঙ্গী), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর), মতিমহল (ডেমরা), পূনম (রায়েরবাগ), চাঁদমহল (কাঁচপুর), নিউ মেট্রো (নারায়নগঞ্জ), পান্না (মুক্তারপুর), ঝংকার (পাঁচদোনা), মনিহার (যশোর), আলমাস (চট্টগ্রাম), নন্দিতা (সিলেট), শংখ (খুলনা), চিত্রালী (খুলনা), ছায়াবাণী (ময়মনসিংহ), উপহার (রাজশাহী), রূপকথা (পাবনা), সোনিয়া (বগুড়া), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), মমতাজ (সিরাজগঞ্জ), নিউ রজনীগন্ধা (চালা), গৌরী (শাহজাদপুর), মর্ডান (দিনাজপুর), তামান্না (সৈয়দপুর), রুপকথা (শেরপুর), মনোয়ার (জামালপুর), হীরামন (নেত্রকোনা), মানসী (কিশোরগঞ্জ), মধুমতি (ভৈরব), আনন্দ (কুলিয়ারচর), রুনা (চালাকচর), মুন (মুক্তাগাছা), মনিকা (শায়েস্তাগঞ্জ), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল),  লিলি (কুলাউড়া), কেয়া (টাঙ্গাইল), রাজিয়া (নাগরপুর), রেনেঁসা (সখিপুর), কানন (সাগরদিঘী), শিকতা (ধুনট), হীরক (গোবিন্দগঞ্জ), অবকাশ (ফুলবাড়ি), অবসর (ভোলা), অবসর (বিরামপুর), বৈশাখী (বাউফল), বলাকা (ঠাকুরগাঁও), বনলতা (ফরিদপুর), বনানী (কুষ্টিয়া), বিলাস (সাভার), চলন্তিকা (গোপালদী), ছন্দা (পটিয়া),  দুলাল (ফেনী), ফিরোজমহল (পাগলা), গ্যারিসন (কুমিল্লা ক্যান্টনমেন্ট), হ্যাপি (লক্ষ্মীপুর), ঝংকার (বক্সীগঞ্জ), ঝর্ণা (দাউদকান্দি), জোনাকী (কলারোয়া), কথাচিত্র (কটিয়াদী), কোহিনূর (চাঁদপুর), কল্লোল (মধুপুর), লালমনি (লালমোহন), লক্ষ্মী (শ্যামনগর), মেহেরপুর (মেহেরপুর), মধুছন্দা (মধুখালি), মোহনা (কোনাবাড়ী), মম-ইন (বগুড়া), মুন (হোমনা), মৌচাক (ভাঙ্গুরা), পদ্মা (শিবগঞ্জ), পালকি  (চান্দিনা), পান্না (চুয়াডাঙ্গা), পড়শী (লাকসাম), পৃথিবী (জয়পুরহাট), প্রিয়া (ঝিনাইদহ), প্রতিভা (রাজইর),  পূর্বাশা (সান্তাহার), পূর্বাশা (মাগুরা), রাজমনি (বোরহানুদ্দিন), রুপালী (কুমিল্লা), সঙ্গীতা (সাতক্ষীরা), শাপলা (শ্রীপুর), তাজ (গাইবান্ধা), তিতাস (পটুয়াখালী), আলমডাঙ্গা (আলমডাঙ্গা), অনামিকা (পিরোজপুর), আনন্দ (তানোর), আয়না (আক্কেলপুর), বাবু (কিশোরগঞ্জ), বৈশাখী (বাউফল), ছন্দা (কালীগঞ্জ), দিনান্ত (কেশরহাট), গ্যারিসন (দয়ারামপুর), জনতা (জলঢাকা), লাইট হাউজ (পারুলিয়া), মমতাজমহল (নীলফামারী), নসীব (সাপাহার), রাজু (ঈশ্বরদী), রংধনু (নজিপুর), শাহিন (বল্লাবাজার), সোনালী (ঘোড়াঘাট), সনি (ইসলামপুর), উল্লাস (বীরগঞ্জ)।