ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া সম্প্রতি তার ঘনিষ্ঠ এক বান্ধবীর বিদায় উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন আবেগময় কিছু স্মৃতি।
ফেসবুকে দেওয়া একটি পোস্টে বান্ধবী বেনজিরের সঙ্গে কয়েকটি ছবি প্রকাশ করে ফারিয়া জানান, তাদের মধ্যে পহেলা বৈশাখে মিলিয়ে শাড়ি পরে ঘুরতে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু সময়ের অভাব, সুযোগের সংকট এবং ট্রাফিক সমস্যার কারণে সেই ইচ্ছা পূরণ হয়নি।
ফারিয়া লিখেছেন, “এই নিয়ে বেনজির অভিমানও করেছে—স্ট্যাটাস পর্যন্ত দিয়ে ফেলেছে! যদিও এর মধ্যে দুইবার তার বাসায় গিয়েছি, একবার বাইরে দেখা হয়েছে, কিন্তু শাড়ি পরে বের হওয়া হয়নি। সেই অভিমান আজও রয়ে গেছে।”
অভিনেত্রী আরও জানান, বেনজির আগামী মাসেই দেশ ছাড়বেন। তাই প্রিয় এই বন্ধুকে নিয়ে সময় কাটানোর মুহূর্তগুলোই হয়ে উঠছে তার কাছে অনন্ত স্মৃতি।
পোস্টের শেষ দিকে তিনি লেখেন, “আজকের এই সন্ধ্যা প্রিয় মানুষদের সঙ্গে। বেনজির চলে গেলে এই ছবিগুলো দেখেই মন খারাপ হবে। যখন সে দেশে থাকে, মনে হয়—আছেই তো, দেখা হবেই। কিন্তু চলে গেলে মনে হয়—ইস! যদি আরেকটু সময় কাটাতে পারতাম! এই আফসোস কোনোদিন শেষ হবে না জানি। জানি, এটাই জীবন, এটাই এডাল্টহুড।”
এই পোস্টে মিশে আছে বন্ধুত্ব, ভালোবাসা আর না-পারার এক মৃদু আক্ষেপ—যা যে কোনো পাঠকের হৃদয় ছুঁয়ে যাবে।