শাওন ও নাবিলার ‘চন্দ্রিমা’

শাওন গানওয়ালা ও নাবিলা রেহমান একটি ডুয়েট গানে কণ্ঠ দিয়েছেন। ‘চন্দ্রিমা’ শিরোনামের গানটি লিখেছেন নোমান শিবলু। সুর জিয়াউদ্দিন আলম ও সঙ্গীত ওয়াহিদ শাহীনের।

গানটির কয়েক কলি এরকম ‘আকাশ ভাসে /আমার চোখে/ আলোয় মাখা চন্দ্রিমা/হৃদয় থেকে/ বলছি আমি/ ভালোবাসা আছে জমা।’ জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে বাংলালিংক ভাইবে শোনা যাবে।

গান প্রসঙ্গে নাবিলা বলেন, ‘আলম ও শাওন ভাইয়াদের সাথে এটি আমার প্রথম কাজ। গানের কথা গুলো আমার বেশ পছন্দ। সুর ও সঙ্গীত চমৎকার হয়েছে। শ্রোতাদের আশা করি ভালো লাগবে।’

শাওন গানওয়ালাও নাবিলার গায়কীর প্রশংসা করে বলেন, ‘মেয়েটি অনেক ভালো গায়। অনেকদূর যাবে সে।’

  • শাওনা গানওয়ালা ও নাবিলার ডুয়েট 'চন্দ্রিমা'
  • নোমান শিবলুর কথায় গানটির সুর করেছেন জিয়াউদ্দিন আলম
  • চ্যানেল আই সেরা কণ্ঠ-২০১৪ সালের প্রথম রানারআপ নাবিলা রেহমান।
  • জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে 'চন্দ্রিমা' প্রকাশ পাবে।

নাবিলা চ্যানেল আই সেরা কণ্ঠের ২০১৪ সালের প্রথম রানারআপ। বর্তমানে স্টেজ শোর পাশাপাশি নতুন নতুন গানে কণ্ঠ দিচ্ছেন।

অন্যদিকে শাওন গানওয়ালার ছয় বছর বয়সেই গানে হাতেখড়ি। শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চাঙ্গ সংগীতে স্নাতক আর নজরুল সংগীতে স্নাতকোত্তর করেছেন। উত্তরার ব্র্যান্ড দিল্লি পাবলিক স্কুলের সংগীত বিভাগের বিভাগীয় প্রধান। সেই সাথে রেডিও ক্যাপিটালের ‘ব্যাকস্ট্রিট ভয়েস’র সঞ্চালক।