শাকিবের এক গানে খরচ ২২ লাখ

 

শাকিবের ৬০ লাখের অনুদানের সিনেমায় এক গানে খরচই ২২ লাখ । সরকারি অনুদানে নির্মিত সিনেমা ‘গলুই’ এর একটি গানের জন্য এই বাজেট করা হয়েছে । ৬০ লাখ টাকা অনুদান পাওয়া এই ছবিতে চুক্তির পর থেকেই গুঞ্জন উঠেছে, শাকিব খানের ছবির বাজেট কমে গেছে! কমিয়েছেন নিজের পারিশ্রমিকও! না হলে তিনি কেন সরকারি অনুদানের ছবিতে? ছবির প্রযোজক খোরশেদ আলম খসরু গণমাধ্যমে জানিয়েছেন, তার প্রযোজনায় অনুদানের এই ছবিতে শাকিব খান পারিশ্রমিক নিচ্ছেন ৪০ লাখ টাকা!

এই সিনেমার বাজেট নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে দর্শক মনে । দর্শকের বিভ্রান্তি দূর করতে খোরশেদ আলম খসরু বলেন, ‘অনুদান পেয়েছি ৬০ লাখ টাকা এর মানে এই নয় যে এই টাকার মধ্যেই ছবি শেষ হয়ে যাবে! শাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ফিল্মস্টার, তাকে নিয়ে ৬০ লাখ টাকায় ছবি নির্মাণ কি সম্ভব? শুটিং করতে গিয়ে মনে হচ্ছে ছবিটি শেষ করতে বাজেট দাঁড়াবে দুই কোটির কাছাকাছি। অনুদানটাকে আমরা দেখছি সরকারের বাড়তি সহায়তা হিসেবে।’

বর্তমানে জামালপুরের বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে।চলতি মাসেই শেষ হচ্ছে এ ছবির শুটিং।