শাকিব-খোকন আবার একসাথে, টার্গেট আগামী ঈদ

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজাবাবু’ ছিল শাকিব খান ও বদিউল আলম খোকন জুটির সবশেষ কাজ। একসাথে ২২টি সিনেমা করা এ নায়ক-পরিচালক জুটি আর কোন কাজ করেননি। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। সে দ্বন্দ্ব ভুলে তার দুজন আবার এক হয়েছেন। ঘোষণা দিয়েছেন নতুন নাম ঠিক না হওয়া সিনেমার।

তারকা সংবাদকে বিষয়টি নিশ্চিত করে পরিচালক খোকন বলেন, ‘আমরা দুজন চুক্তিবদ্ধ হয়েছি প্রাথমিকভাবে। চিত্রনাট্য লিখছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী গীতিকার মুহাম্মদ রফিকুজ্জামান। খুব শিগগিরই সিনেমার নাম ও অন্যান্য কাস্টিং ঘোষণা করবো।’

তিনি জানান, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারিতে শুটিং শুরু করবো। তাই টার্গেট রয়েছে আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার।

যৌথ প্রযোজনার সিনেমা নবাব এবং দেশিয় সিনেমা রংবাজ এ বিদেশি শিল্পী ও কুশলীদের বিনা অনুমতিতে অভিনয় ও কাজ করা নিয়ে পরিচালক ও শিল্পী সমিতি আপত্তি জানায় এবং শুটিং বন্ধ করে। এর প্রেক্ষিতে শাকিব খান পত্রিকায় দেওয়া বক্তব্যের কারণে তাকে প্রথমে বয়কট করে চলচ্চিত্র পরিবার। এরপর নিষিদ্ধ করে।  সে থেকে শাকিব-খোকনের দ্বন্দ্বের শুরু।

পুরানো দ্বন্দ্ব নিয়ে খোকন বলেন, ‘সে সময়ে পরিস্থিতির কারণে এমনটি হয়েছিল। তা ছাড়া সমিতির প্যাডে লিখিতভাবে যেকোনো সিদ্ধান্তেই মহাসচিবের স্বাক্ষর থাকে। শাকিব ভুল ভেবেছিলেন যে মহাসচিব হিসেবে এসব আমিই করিয়েছি। কিন্তু তখনকার সিদ্ধান্তগুলো সংগঠনের সব সদস্যের সম্মিলিত সিদ্ধান্ত ছিল। ব্যক্তিগতভাবে আমার একার নয়। এখন শাকিবের ভুল ভেঙেছে। তা ছাড়া শাকিবের আজ এ পর্যন্ত আসতে আমার তো কিছু না কিছু অবদান আছে। আমরা তো একই আঙিনার। দ্বিধাদ্বন্দ্ব থাকলে চলচ্চিত্র এগোবে না।’

শাকিব খানও এ নিয়ে বলেন, ‘শাকিব খান বলেন, ‘বিষয়টি নিয়ে সবারই ভুল-বোঝাবুঝি ছিল। আমাদের চলচ্চিত্রের সময়টা ভালো যাচ্ছে না। একসঙ্গে মিলেমিশে কাজ করলে চলচ্চিত্রের জন্য ভালো হবে।’