শামীমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিনেত্রী প্রিয়াঙ্কার, যা বললেন অভিনেতা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর এবং ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা।

মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সরাসরি সম্প্রচারে অংশ নিয়ে তিনি এসব অভিযোগ করেন। এর কয়েক ঘণ্টা পর রাত ৯টার দিকে এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান পরিষ্কার করেন শামীম হাসান সরকার।

প্রিয়াঙ্কা অভিযোগ করেন, শুটিং চলাকালে শামীম তার সঙ্গে অশালীন আচরণ করেছেন এবং তার গায়ে হাত তুলেছেন। শুধু তাই নয়, গাঁজা সেবন করে সেটে উপস্থিত হয়ে বাজে ব্যবহার করতেন বলেও দাবি করেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, “সিন চলাকালীন সে আমার সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। গাঁজা খেয়ে আবার অভিনয়ে ফিরত। এমনকি প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দিয়েছে।”

অন্যদিকে, শামীম হাসান সরকার এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, “মাদক সেবনের অভিযোগ খুবই স্পর্শকাতর। আমাদের শুটিং লোকেশনের প্রতিটি জায়গায় সিসি ক্যামেরা রয়েছে। চাইলে আমি সেই ফুটেজ সরবরাহ করতে প্রস্তুত। কেউ প্রমাণ করতে পারলে আমি মিডিয়া ছেড়ে দেব।”

তিনি আরও জানান, প্রিয়াঙ্কার সঙ্গে তার আগে কাজের সম্পর্ক থাকলেও ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। নাটকের নতুন লটের শুটিং চলাকালীন প্রিয়াঙ্কাকে রিলস এবং টিকটক করতে দেখে তিনি শুধু সেটে কাজের পরিবেশ বজায় রাখার জন্য মন্তব্য করেন।

শামীমের ভাষায়, “শুটিং সেটে রিলস বা টিকটক নয়, কাজটাই মূল বিষয় হওয়া উচিত—এই কথাটা বলায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে, তাহলে সেটা দুঃখজনক। কিন্তু তাই বলে এমন ভিত্তিহীন অভিযোগ মেনে নেওয়া যায় না।”

তিনি জানান, বিষয়টি নিয়ে শিল্পী ও সংগঠনের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন।