ঢালিউডের অন্যতম আবেদনময়ী নায়িকা ইয়ামিন হক ববি। দেড় দশকের বেশি সময় ধরে সিনেমায় কাজ করছেন তিনি, দর্শকদের উপহার দিয়েছেন অসংখ্য সিনেমা। নায়িকা হিসেবে সুনাম অর্জনের পর তাকে প্রযোজক হিসেবেও দেখা গেছে। সম্প্রতি একজন ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন এই নায়িকা।
তবে অভিনয় সত্তাকে সাথে নিয়েই এগিয়ে যেতে চান ববি। তাইতো নতুন রূপে নিজেকে মেলে ধরতে ক্যারিয়ার নিয়ে আরও বেশি মনোযোগী তিনি।
জানা গেছে, নিজের ফিটনেস নিয়ে এখন আরও বেশি সচেতন ববি। এখন ব্যবসা দেখাশোনাসহ শোবিজের অন্যান্য কাজের ব্যস্ততার মাঝেও প্রতিনিয়ত নিজেকে ঘষেমেজে নতুন রূপে প্রস্তুত করছেন।