সংসদ নির্বাচন করতে চান নকুল কুমার বিশ্বাস

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চান দেশের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী ও জীবনমুখী গায়ক নকুল কুমার বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানিয়েছেন তিনি নিজেই।

তবে নিজের ইচ্ছার কথা নকুল কুমার প্রকাশ করেছেন একটি দীর্ঘ কবিতার মাধ্যমে। তুলে ধরেছেন নিজের বংশ-পরিচয়। পাশাপাশি প্রশ্ন রেখেছেন-রাজনৈতিক টিকিটে নির্বাচন করবেন, নাকি স্বতন্ত্র প্রার্থী হবেন?

নকুল কুমার তার কবিতায় জানিয়েছেন, বরিশাল-২ আসন থেকে নির্বাচন করবেন তিনি। তার পূর্বপুরুষ হরনাথ বাইন ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলের এমপি। বরিশালের সাতলা গ্রামে সাবেক এই সংসদ সদস্যের কুটির আছে বলেও জানিয়েছেন তিনি।

নিজের ওই কবিতায় নকুল কুমার উল্লেখ করেছেন, সম্প্রতি একটি দেশের গানের শুটিং করতে গিয়েই সংসদ সদস্য পদে নির্বাচনের বিষয়টি এসেছে। শুটিংয়ে উপস্থিত সবার দাবি, গায়ককে বরিশাল-২ আসনের সংসদ সদস্য হিসেবে দেখতে চান তারা। তাই এমপি প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গায়ক।

ওই শুটিংয়ে উপস্থিত সবার দাবি ছিল, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নকুল কুমারের গানের ভক্ত। ফলে ভক্তদের ভোটেই জয়লাভ করবেন তিনি। সে কারণেই এ বিষয়ে নেটিজেনদের কাছে পরামর্শ ও মতামত চেয়েছেন গায়ক।

নির্বাচনী প্রচারণা নিয়ে কাব্যময় পোস্টে তিনি লেখেন,

নির্বাচনী প্রচারণা শুরু
স্বতন্ত্র প্রার্থী হবো নাকি কোনো দলীয় প্রতীক নেবো? নাকি ও পথে হাঁটবোই না।
কমেন্ট করে জানাবেন প্লিজ।
ছোট্টবেলা শুনেছিলাম বাবা-দাদার কাছে
উজিরপুরে আমরা বংশের বড়ো অংশ আছে
বঙ্গবন্ধুর এমপি ছিলেন হরনাথ বাইন
অংশ নিতেন প্রণয়নে সংসদীয় আইন
আজও আছে সাতলা গ্রামে পর্ণকুটির তার
এমন সৎ নীতিবান নেতা জন্ম নেবে আর?
তার- জীর্ণ কুটির স্পর্শ করে নত করলাম শির
বললাম যেথায় থাকো সুখে থেকো কর্মবীর
মোটরসাইকেল যোগে আমায় রিপন আর সৈকত
সারা বিকেল ঘুরিয়েছে সে অনেকটা পথ
আসল কথা গিয়েছিলাম লাল শাপলার বিলে
শুটিং করবো দেশপ্রেমের গান শিল্পীরা মিলে
শুটিং করতে গিয়েই ঘটলো এমন অঘটন
সবার দাবি করতেই হবে এবার নির্বাচন
এমপি হরনাথের উত্তরসূরী আমি তাই
সবার দাবি বরিশাল-২ সিটে তোমায় চাই
যদি -হিরো আলম লড়তে পারে আত্মবিশ্বাসে
আপনি কেন পারবেন না তা আমরা তো পাশে
হাজার হাজার বংশীয় ভোট তৈরি তা একদম
মুসলিম সমাজ আপনাকে কি ভালোবাসে কম?
আলেম সমাজ আপনার গান মাহফিলে গায় রোজ
পরাণ ভরে করেন দোয়া রাখেন কি তার খোঁজ?
তারই প্রতিফলন দেখবো ভোটের খাতাতে
দয়া করে কথাগুলো রাখবেন মাথাতে
হারতার পাড়া হরিভক্ত মতুয়াদের ঝাঁক
জয়হরিবল বলে তাদের দিন না একবার ডাক।
জাতি ধর্ম নির্বিশেষে যার গানের ভক্ত
বিপুল ভোটে সাংসদ হওয়া বেশি কি শক্ত?
আমি বড় দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেছি তাই
আপনাদের পরামর্শ-উপদেশও আমি চাই।