‘সবই মোটামুটি ব্যয়বহুল’

‘তাকদীর’ ওয়েব সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে শোবিজে আলোচনায় আসেন সাদিয়া আয়মান। এরপর থেকে অভিনয়গুণে জায়গা করে নিয়েছেন দর্শকদের হৃদয়ে। শুধু অভিনয় নয়, বিজ্ঞাপনেও কাজ করে এরই মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মডেল হিসেবে। কাজ করছেন একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈদ শপিং, মেকআপ এবং ব্যক্তিগত রুচি নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

সাদিয়া জানান, এবারের ঈদে তেমন শপিং করা হয়নি। ব্যস্ত ছিলেন কাজের প্রমোশন নিয়ে। তাঁর ভাষায়, “ঈদে কোনো শপিংই হয়নি, কারণ কাজের প্রচারণা নিয়েই ছিলাম ব্যস্ত।”

মেকআপ নিয়ে নিজের অনীহাও অকপটে প্রকাশ করেন তিনি। বলেন, “খুব তাড়াতাড়ি মেকআপ করতে পারি। তবে মেকআপ না করলেই আমি বেশি খুশি থাকি। আসলে মেকআপ করতে ভালো লাগে না। তার উপর সবকিছুই বেশ দামি—ফাউন্ডেশন থেকে লিপস্টিক, সবই ব্যয়বহুল।”

বিদেশ থেকে কেনাকাটার বিষয়ে সাদিয়া বলেন, “থাইল্যান্ডে অনেক কিছু ভালো পাওয়া যায়। দেশের বাইরে কোথাও গেলে চেষ্টা করি কিছু না কিছু কিনে আনার। তবে গত ছয়-সাত মাসে, ঈদ ছাড়া আর কোনো শপিং করিনি।”

সবমিলিয়ে কাজ আর নিজের স্টাইল সেন্সে ব্যস্ত সাদিয়া আয়মান নতুন প্রজন্মের দর্শকদের কাছেও হয়ে উঠছেন প্রাসঙ্গিক ও আপন।

Leave a Reply

Your email address will not be published.