সবচেয়ে কম সময়ে ১০০ মিলিয়নের ক্লাবে ‘ও প্রিয়তমা’

মুক্তির পর ব্যবসায়িকভাবে অভাবনীয় সাফল্য পেয়েছে ‘প্রিয়তমা’। ছবিটির গানও অনন্য রেকর্ড গড়লো।

ঈদে মুক্তি পাওয়া সুপারস্টার শাকিব খানের সিনেমায় কণ্ঠশিল্পী বালাম আর কোনালের গাওয়া ‘ও প্রিয়তমা’ গানটি মাত্র তিন মাসে দুটি অফিশিয়াল ইউটিউব থেকে ১০০ মিলিয়নের ক্লাবে (১০ কোটি) পৌঁছেছে!

জানা যায়, শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার কোনো গান এতো কম সময়ে ১০০ মিলিয়ন হয়নি!

ইউটিউব চ্যানেল টাইগার মিডিয়া ৮ কোটি ১৮ লাখ এবং দ্য অভি কথাচিত্র ১ কোটি ৯০ লাখের বেশি দেখা হয়েছে। শুধু তাই নয়, ‘ও প্রিয়তমা’ গানটির মাধ্যমে প্রথম কোনো বাংলা সিনেমার গান জায়গা করে নেয় গ্লোবাল ১০০ টপ লিস্টের ৩৫-এ, যা টানা দেড়মাস ছিল।

‘ও প্রিয়তমা’ লিখেছেন আসিফ ইকবাল, সুর সংগীত করেছেন আকাশ সেন। গানটিতে কোনালের সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন বালাম। যিনি এ গানের মাধ্যমে দীর্ঘদিন পর আবার নতুন ছন্দে ফিরেছেন। রোম্যান্টিক ধাঁচের এ গানটিতে শাকিবের সঙ্গে পারফর্ম করেছেন কলকাতার ইধিকা পাল।