সন্ধ্যা নাগাদ এয়ার অ্যাম্বুলেন্স আসছে সুবীর নন্দীকে নিতে

নন্দিত সঙ্গীতশিল্পী সুবীর নন্দীকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে সিঙ্গাপুর। সোমবার সন্ধ্যার দিকে দেশটি থেকে আসবে এয়ার অ্যাম্বুলেন্স। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন খবরটি নিশ্চিত করেন,।

সামন্ত লাল বলেন, সুবীর নন্দীকে নেওয়ার জন্য সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে সোমবার সন্ধ্যা ছয়টা নাগাদ। এরপর রাত আটটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ছাড়বে। সুবীর নন্দীর মেয়ে মৌ সঙ্গে যাবেন।

দেশ বরেণ্য এই সংগীতশিল্পীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার জন্য নির্দেশ দেন।

উল্লেখ্য ১২ এপ্রিল রাতে পারিবারিক ভ্রমণ শেষে সিলেট থেকে ট্রেনযোগে ঢাকা ফেরার পথে হৃদ্‌রোগে আক্রান্ত হন সুবীর নন্দী। এরপর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গায়ককে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। দেওয়া হয় লাইফ সাপোর্ট। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন।

৬৬ বছর বয়সী সুবীর নন্দী দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছেন। নিয়মিতভাবে তার ডায়ালাইসিস করতে হচ্ছিল।

আড়াই হাজারের বেশি গানে কণ্ঠ দিয়েছেন চার দশকের ক্যারিয়ারে এই শিল্পী। এ বছরই তাকে একুশে পদকে ভূষিত করে সরকার সংগীতে অবদানের জন্য।

১৯৫৩ সালের ১৯ নভেম্বর হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার নন্দীপাড়ায় জন্মগ্রহণ করেন সুবীর নন্দী।