হলিউডে শাকিব খান: আসছে ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি

ঢালিউড মেগাস্টার শাকিব খান এবার পা রাখতে চলেছেন হলিউডে। বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এমন গুঞ্জন, যা ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমেও। এবার সেই গুঞ্জন বাস্তবে রূপ নিচ্ছে। শাকিব খানকে নিয়ে হলিউড সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আসিক আকবর জানান, বর্তমানে তার নতুন একটি গ্লোবাল ক্রাইম থ্রিলার সিনেমার চিত্রনাট্য নির্মাণের কাজ চলছে। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রের জন্যই তিনি বেছে নিয়েছেন শাকিব খানকে।

নির্মাতা আরও জানান, সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে থাকবেন দুজন নায়িকা— একজন বাংলাদেশের এবং অন্যজন হলিউডের। পাশাপাশি, খলচরিত্রেও দেখা যাবে হলিউডের এক পরিচিত মুখকে।

সবকিছু ঠিক থাকলে আগামী মাসের শুরুর দিকেই আমেরিকায় উড়াল দেবেন শাকিব খান। সেখানেই হবে সিনেমাটির চূড়ান্ত পরিকল্পনা ও আনুষ্ঠানিকতা সম্পন্ন।

নির্মাতার ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে শাকিব খানকে নিয়ে তার এই প্রথম হলিউড সিনেমা।

এর আগে  ‘অ্যাস্ট্রো’, ‘বনইয়ার্ড’, ‘স্মোক ফিল্ড লাংস’,‘দ্য কমান্ডো’র মতো সিনেমা নির্মাণ করেছেন আসিফ আকবর। এছাড়াও বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় জনপ্রিয় স্পাই থ্রিলার ‘মাসুদ রানা’অবলম্বনে এমআর–নাইনসহ জনপ্রিয় অনেক সিনেমাও নির্মাণ হয়েছে তার হাতে। এবার দেশের এই সুপাস্টারকে নিয়ে কতটা খেল দেখাতে পারবেন নির্মাতা, সেটাই দেখার অপেক্ষায় দর্শক।