হাসপাতালে ভর্তি অভিনেত্রী স্বস্তিকা

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা দত্ত শুটিং সেটে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ ছবির শুটিং চলাকালীন হঠাৎ তীব্র শারীরিক যন্ত্রণায় আক্রান্ত হন তিনি। শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটায় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর তার সহকর্মী ও ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ। পরে স্বস্তিকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে তার অসুস্থতার কথা জানান। লেখেন, “আমি বিশ্বাস করি, জীবনের প্রতিটি ঘটনার পেছনে একটা না একটা কারণ থাকে। গতকাল শুটিং করছিলাম, হঠাৎ এমন যন্ত্রণায় আক্রান্ত হই—যেটা পৃথিবীর সবচেয়ে তীব্র যন্ত্রণা বলেই মনে হচ্ছিল। সঙ্গে সঙ্গে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।”

হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও মানসিকভাবে দৃঢ় স্বস্তিকা জানান, তিনি এই কঠিন সময়েও কাজের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, “আমি লড়াই করছি এক ভয়ংকর যন্ত্রণার সঙ্গে। তবে সহ-অভিনেতারা যেভাবে পাশে থেকেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এই ছবিটি আমার কাছে খুবই স্পেশাল।”

তিনি আরও বলেন, “আমি প্রতিজ্ঞা করেছি—এই ছবিকে আরও বিশেষ করে তুলব। আমার চিকিৎসা ও শারীরিক অবস্থার বিষয়টি বিবেচনায় রেখে পরিচালক ও প্রযোজক শুটিংয়ের সময়সূচি নতুন করে সাজাচ্ছেন। আমি নিজের যত্ন নিচ্ছি, এবং শুটিংও চালিয়ে যাচ্ছি।”

অসুস্থতার মাঝেও স্বস্তিকার এমন পেশাদার মনোভাব ও সাহসিকতা অনুরাগীদের মন ছুঁয়ে গেছে। তার দ্রুত আরোগ্য কামনা করছেন ভক্ত ও সহকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published.