গত সোমবার দুপুরে শিল্পী সমিতি নিয়ে বিস্ফোরক পোস্ট করেন ঢাকাই চলচ্চিত্রের নব্বইয়ের দশকের জনপ্রিয় নায়ক অমিত হাসান।
পোস্টে অমিত হাসান লেখেন, ‘শিল্পী সমিতি আছে কিন্তু শিল্পী নাই।’
অমিত হাসানের এই পোস্টে সমর্থন দিয়েছেন অভিনেতা ওমর সানী। পোস্টের কমেন্টে সহমত জানিয়ে তিনি লেখেন, ‘একদম সত্যি, ভালো বলছিস।’
ওই কমেন্টের পর গণমাধ্যমে কথা বলেন ওমর সানি। এ সময় শিল্পী সমিতি নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।
এ অভিনেতা বলেন, ‘এমন দুরবস্থা কোনো দিন কল্পনাও করিনি। জায়েদ খান সমিতিতে এসে যা ইচ্ছা তাই করেছে। নিপুণ জোর করে দায়িত্ব পালন করেছে। শিল্পী সমিতি ঘিরে কোটি টাকার খেলা হয়েছে। সঙ্গে ছিল নানা রকম নোংরামি। এসব দেখে আমাদের মতো শিল্পীদের লজ্জায় মুখ লুকাতে হয়েছে। বলতে পারেন, শিল্পী হিসেবে আমাদের একরকম মেরে ফেলা হয়েছে।’
এক সময় ওমর সানী নিজেও ছিলেন শিল্পী সমিতির দায়িত্বে। এখন আর কোনো সম্পর্ক রাখতে চান না তিনি।
এ অভিনেতা বলেন, ‘আমি চাই, সমিতি থেকে আমার সদস্যপদ বাতিল করে দেওয়া হোক। নির্বাচনের সময় আমাকে ও মৌসুমীকে ঘিরে নানা প্রশ্ন ওঠে, যা খুবই বিব্রতকর।’
ওমর সানী বলেন, ‘কিংবদন্তি রাজ্জাক আঙ্কেল, কবরী আপা, হুমায়ুন ফরিদী, ফারুক ভাইয়ের মতো মানুষেরা এখন আর নেই। আলমগীর, রুবেল, রোজিনা, আমিন খান, বাপ্পারাজ-কেউ সিনেমায় নেই। জুনিয়ররাও কাজ পাচ্ছেন না। সিনিয়র শিল্পীরা অবহেলিত।’
শেষে যোগ করেন, ‘আমরা মরে গেলে সব শেষ। তখন শিল্পী সমিতি শুরু হবে ডি গ্রেড শিল্পী দিয়ে, আগে যেটা ছিল এ প্লাস ক্যাটাগরির।’