পরকীয়া প্রেমিকের সঙ্গে রিয়া মনিকে হাতেনাতে ধরলেন হিরো আলম, এলাকাবাসীর গণধোলাই

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের স্ত্রী রিয়া মনি ও কনটেন্ট ক্রিয়েটর ও বার ডান্সার ম্যাক্স অভি রিয়াজকে আটকের একটি ভিডিও ভাইরাল হয়েছে।

গতকাল শনিবার (২১ জুন) হিরো আলম অভিযোগ করেন, তিনি রিয়া মনি ও ম্যাক্স অভিকে অনৈতিক সম্পর্কে লিপ্ত অবস্থায় হাতেনাতে ধরেছেন। একই সঙ্গে দাবি করেন, তাকে মারধরও করা হয়েছে।

ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী রিয়া মনি ও অভিকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাদেরকে রক্তাক্ত অবস্থায় গাড়িতে তুলে নিয়ে যায়। ভিডিওতে দেখা যায়, পুলিশের গাড়িতে তোলার সময় রিয়া মনিকেও স্থানীয়রা ঘিরে ছিলেন এবং “ভুয়া ভুয়া” বলে চিৎকার করছিলেন।

এই ঘটনার আগে আরেকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে হিরো আলমকে দেখা যায় রিয়া মনির বাসায়। সেখানে দুজনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা হয় এবং রিয়াকে হিরো আলমের কলার ধরতেও দেখা যায়। একই সময় রিয়া মনি তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে হিরো আলমের বিরুদ্ধে অভিযোগ করেন—তিনি বাসায় গিয়ে অশান্তি করছেন।

পরে আরেকটি ভিডিওতে হিরো আলম বলেন, ‘আমাদের ডিভোর্স এখনো চূড়ান্ত হয়নি। এরপরও সে আমার নামে ১২ লাখ টাকার নারী নির্যাতনের মামলা দিয়েছে। আবার পরকীয়াও করছে! আমি হাতে-নাতে ধরেছি, উল্টো আমাকে মারধর করল।’

হিরো আলমের এক অফিস সহকর্মী সেলিম জানান, দীর্ঘদিন ধরেই রিয়া মনি ও ম্যাক্স অভির সম্পর্ক নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ছিল। যেহেতু বাসাটি হিরো আলম ভাড়া নিয়েছিলেন, তাই এলাকার মানুষ প্রায়ই তাকে অভিযোগ জানাতেন। সেই সূত্র ধরেই হিরো আলম ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে ধরেন বলে দাবি।

এ ঘটনায় দুজনকে ঢাকার হাতিরঝিল থানায় নেওয়া হয়েছে এবং আজ (২২ জুন) আদালতে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, গত এপ্রিল মাসে বাবার মৃত্যু উপলক্ষে স্ত্রী রিয়া মনির দায়িত্বহীনতার অভিযোগ এনে তাকে ডিভোর্সের ঘোষণা দেন হিরো আলম। সেই সময় থেকেই সামনে আসে ম্যাক্স অভির নাম। অন্যদিকে, অভির স্ত্রী ইতিও অভিযোগ করেন—রিয়া মনির সঙ্গে তার স্বামীর অনৈতিক সম্পর্কের কারণেই তার সংসার ভেঙেছে। এরপর ইতি ও হিরো আলম যৌথভাবে সংবাদ সম্মেলনও করেন।

বর্তমানে হিরো আলম ও রিয়া মনির মধ্যে ডিভোর্স প্রক্রিয়া চলমান রয়েছে।