সৌদি আরবে জেমসের কনসার্টে লাখো দর্শকের ঢল, উচ্ছ্বসিত নগরবাউল বললেন ‘লাভ ইউ’

সৌদি আরবের দাম্মামে গত শুক্রবার সন্ধ্যাটা রূপ নেয় এক উৎসবমুখর পরিবেশে, যেখানে প্রবাসী বাংলাদেশিসহ নানা দেশের দর্শক-শ্রোতারা উপভোগ করেন নগরবাউল জেমসের এক স্মরণীয় কনসার্ট।

দাম্মামের আল খোরাব ময়দানজুড়ে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। জেমসের সুর আর গানের টানে শুধু বাঙালিই নয়, যোগ দিয়েছিলেন সৌদি ও অন্যান্য দেশের সঙ্গীতপ্রেমীরাও।

আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মঞ্চে ওঠেন নগরবাউল জেমস। সৌদি সরকারের আমন্ত্রণে আয়োজিত এই অনুষ্ঠানে দর্শকদের চোখ ছিল স্টেজের দিকে, আর প্রত্যেকের হাতেই ধরা ছিল মোবাইল ক্যামেরা।

চূড়ান্ত মুহূর্তে স্টেজে ভেসে ওঠে ‘নগরবাউল জেমস’ লেখা, রঙিন আলোর ঝলকানিতে উদ্দীপ্ত হয়ে ওঠে ময়দান। মাথায় গামছা, হাতে গিটার—চেনা ঢঙে স্টেজে উঠে দর্শকদের উদ্দেশে জেমস বলেন, “লাভ ইউ”। এরপর আর কোনো ভণিতা না করে শুরু করেন জনপ্রিয় গান ‘পদ্ম পাতার জল’ দিয়ে।

তারপর একে একে মঞ্চ কাঁপিয়ে তোলেন ‘দস্তানা মাস্তানা’, ‘গুরু ঘর বানাইলা’, ‘দশ মাস দশ দিন’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘বিজলি’, ‘আসবার কালে আসলাম একা’, ‘ঝাকানাকা’, ‘আমি আমি তারায় তারায়’সহ একের পর এক জনপ্রিয় গান দিয়ে। গান আর গিটার ঝংকারে মুখরিত ছিল পুরো ময়দান।

কনসার্টের ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। অনেকে জানিয়েছেন, কনসার্টে প্রায় এক লাখ মানুষের উপস্থিতি ছিল। যদিও কিছু গান না শুনতে পারার হতাশাও প্রকাশ করেছেন কয়েকজন দর্শক।

উল্লেখ্য, এটি জেমসের সৌদি আরবে দ্বিতীয়বারের মতো পারফরম্যান্স। এর আগে গত বছরও সৌদি সরকারের আমন্ত্রণে গ্লোবাল হারমনি ইভেন্টে অংশ নিয়েছিলেন তিনি। তখন দর্শকদের ভালোবাসা পেয়ে বলেছিলেন, “সৌদি আরবে আবার ফিরব”—আর এবারও সেই প্রতিশ্রুতি রক্ষা করলেন গুরু।

Leave a Reply

Your email address will not be published.