প্রথমবারের মতো ইতিহাস গড়ছে বাংলা সিনেমা

বাংলাদেশি সিনেমা পাকিস্তানে মুক্তির ঘটনা নতুন নয়। অতীতেও বহু বাংলা ছবি সে দেশে প্রদর্শিত হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে শাকিব খানের ‘তুফান’ ও শরিফুল রাজের ‘দেয়ালের দেশ’ পাকিস্তানে মুক্তির মাধ্যমে সে ধারা আবারও সচল হয়। এ দুটি সিনেমা বাংলা ভাষায় ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হয়।

তবে এবার ইতিহাস গড়তে যাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ও এম রাহিম পরিচালিত সিনেমা ‘জংলি’। কারণ, এটি প্রথমবারের মতো কোনো বাংলা সিনেমা যা উর্দুতে ডাব করে পাকিস্তানে মুক্তি পেতে যাচ্ছে।

গেল ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি পাওয়া ‘জংলি’ দারুণভাবে দর্শকপ্রিয়তা অর্জন করে। এরপর এটি যুক্তরাষ্ট্র ও কানাডার প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায় এবং সেখানেও বেশ সাড়া ফেলে। পরিবেশক প্রতিষ্ঠান স্বপ্ন স্কেয়ারক্রোর তথ্য অনুযায়ী, দেশ-বিদেশে সিনেমাটি এখনও ব্যাপকভাবে দর্শকদের মন জয় করছে।

এই ধারাবাহিক সফলতার অংশ হিসেবেই এবার ‘জংলি’ পাকিস্তানে মুক্তি পাচ্ছে। দেশটির লাহোরভিত্তিক প্রতিষ্ঠান সিনে এন্টারটেইনমেন্ট সিনেমাটির পরিবেশনার দায়িত্ব নিয়েছে। প্রতিষ্ঠানটির কর্ণধার আসিফ চৌধুরী জানান, “বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে আমাদের চুক্তি সম্পন্ন হয়েছে। এখন উর্দুতে ডাবিংয়ের কাজ চলছে। খুব শিগগিরই আমরা সিনেমাটি মুক্তি দিচ্ছি।”

সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। ‘পাখি’ চরিত্রে আছেন শিশু শিল্পী নৈঋতা। আরও আছেন জনপ্রিয় নায়িকা বুবলী ও এক সময়ের খ্যাতিমান শিশুশিল্পী দিঘী। সংগীত পরিচালনা করেছেন কিংবদন্তি প্রিন্স মাহমুদ। গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য যৌথভাবে করেছেন মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। প্রযোজনায় রয়েছে টাইগার মিডিয়া।

টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানান, “আমরা পাকিস্তানে মুক্তির জন্য প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা শেষ করেছি। এখন চলছে ডাবিংয়ের কাজ। শিগগিরই দর্শকদের ভালোবাসার ‘জংলি’ পাকিস্তানের প্রেক্ষাগৃহেও মুক্তি পাবে।”

Leave a Reply

Your email address will not be published.