নারীরা খেলতে এলে পোশাকই আলোচনার কেন্দ্রবিন্দু হয়: তাসনুভা তিশা

সেলিব্রিটিদের নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’ (সিসিএল)-এ অংশ নিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে টুর্নামেন্ট ও তা ঘিরে তৈরি হওয়া সমালোচনার বিষয়ে মুখ খোলেন এই অভিনেত্রী।

তাসনুভা তিশা বলেন, “আমরা যারা মেয়ে খেলোয়াড় হিসেবে অংশ নিয়েছি, আমাদের নিয়ে সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় যেভাবে উপস্থাপন করা হচ্ছে, তা অত্যন্ত অস্বস্তিকর। খেলাধুলার চেয়ে আমাদের পোশাক বা ব্যক্তিগত বিষয়কে বেশি হাইলাইট করা হচ্ছে। এসব আজেবাজে মন্তব্য করার সুযোগও ওখান থেকেই তৈরি হচ্ছে।”

তিনি অভিযোগ করেন, “আমি নিজেও এ ধরনের মানসিক হয়রানির শিকার। আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ থাকা স্বাভাবিক, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা ‘পাপারাজ্জি’র মতো নয়—এটা একপ্রকার হ্যারাসমেন্ট। না জানিয়ে ভিডিও করা হয়, এবং তা নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। যা শেষমেশ আমাদের পরিবারকেও প্রভাবিত করে।”

পোশাক নিয়ে সমালোচনার প্রসঙ্গে তিশা বলেন, “আমরা কী পরেছি, কিভাবে পরেছি—এসব নিয়েই বেশি আলোচনা হয়। কেউ বলবে আরও পরিপাটি হতে, কেউ আবার শাড়ি পরলেও মন্তব্য থেকে রেহাই দেয় না। আসলে কী পরবো বুঝে উঠতে পারি না। খেলাধুলা ছেলে-মেয়ে সবার জন্যই সমান, কিন্তু আমাদের ক্ষেত্রে ওড়না বা হিজাব পরে খেলার সুযোগই থাকে না। তবুও আমরা চেষ্টা করি যেন অপ্রয়োজনীয় কন্ট্রোভার্সি এড়িয়ে চলা যায়।”

তিনি আরও বলেন, “কোন পোশাক দৃষ্টিকটু সেটা একেকজনের দৃষ্টিভঙ্গির ওপর নির্ভর করে। আমার ঢোলা টি-শার্ট ভালো লাগে, টাইট টি-শার্ট না—এটা আমার ব্যক্তিগত পছন্দ, যার সঙ্গে আমার চরিত্র বা শিক্ষার কোনো সম্পর্ক নেই।”

আক্ষেপ করে তিশা বলেন, “যে মেয়ে বোরকা পরে আসে তাকেও কেউ ছাড়ে না। শালীন পোশাকে এসেও নানা ধরনের মন্তব্য শুনতে হয়। তাই এসব নিয়ে কিছু বলা আসলেই কঠিন।”

এই বক্তব্যের মধ্য দিয়ে তাসনুভা তিশা স্পষ্টভাবে তুলে ধরেন, খেলাধুলার মঞ্চে নারীদের পোশাক নয়, দক্ষতা ও প্রচেষ্টা নিয়েই যেন আলোচনা হয়।

Leave a Reply

Your email address will not be published.