ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ মঙ্গলবার আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় লোকসংগীতশিল্পী মমতাজ বেগমকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন।
রাজধানীর মিরপুর থানায় দায়ের করা সাগর হত্যা মামলায় তাঁকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গতকাল সোমবার রাতে ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে মমতাজ বেগমকে গ্রেপ্তার করে।
ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি মানিকগঞ্জের সিংগাইরে হরতালের সমর্থনে একটি মিছিলে পুলিশ ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের গুলিতে চারজন নিহত হন। এই ঘটনায় মমতাজ বেগমসহ ১০৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, নিহতদের মধ্যে বাদীর ছেলে নাজিম উদ্দিন মোল্লাও ছিলেন ।
মমতাজ বেগম মানিকগঞ্জ-২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং লোকগানের জন্য দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।