শ্রীলঙ্কায় শুটিংয়ে শাকিব খান

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় মেগাস্টার শাকিব খান সবসময়ই নিজের কাজের প্রতি দারুণ দায়িত্বশীল। শুটিংয়ের প্রয়োজনে প্রায়ই দেশ-বিদেশে যেতে হয় তাকে।

এবার তিনি গেছেন দক্ষিণ এশিয়ার মনোমুগ্ধকর দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায়, যেখানে চলছে তার আসন্ন সিনেমা ‘তাণ্ডব’-এর শেষ পর্বের শুটিং।

শুক্রবার সকালে ঢাকা থেকে শ্রীলঙ্কার উদ্দেশে যাত্রা করেন শাকিব খান। জানা গেছে, সেখানে একটি গানের দৃশ্য ও ক্লাইম্যাক্সের গুরুত্বপূর্ণ কিছু অ্যাকশন সিক্যুয়েন্সের শুটিং হবে। তার সঙ্গে রয়েছেন ছবির নায়িকা সাবিলা নূর, পরিচালক রায়হান রাফী, টেকনিক্যাল টিমসহ অন্যান্য কলাকুশলীরা। তারা প্রায় এক সপ্তাহ শ্রীলঙ্কায় অবস্থান করবেন।

রায়হান রাফী পরিচালিত ‘তাণ্ডব’ ছবিটির শুটিং শুরু হয়েছে গত মাস থেকে। ইতোমধ্যেই ঢাকার বিভিন্ন লোকেশন ও রাজশাহীতে সম্পন্ন হয়েছে প্রায় ৭০ শতাংশ কাজ। শাকিব খানের জন্মদিন উপলক্ষে প্রকাশ পেয়েছিল ছবির প্রথম লুক, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করে। আগামী দুই-তিন দিনের মধ্যেই ছবির অফিসিয়াল টিজার প্রকাশের পরিকল্পনা রয়েছে।

‘তাণ্ডব’ সিনেমাটি আসন্ন ঈদুল আযহায় মুক্তি পাবে। ছবিটির প্রযোজনায় রয়েছেন শাহরিয়ার শাকিল। শাকিব খান ও সাবিলা নূর ছাড়াও এতে অভিনয় করেছেন জয়া আহসান, এফএস নাঈম, আফজাল হোসেনসহ আরও অনেকে।

উল্লেখ্য, গেল ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত ‘বরবাদ’ এখনও রাজধানীর বিভিন্ন সিনেপ্লেক্সে প্রতিদিন ৩৩টি করে শো চালাচ্ছে। স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসে এটি এখনো সর্বোচ্চ সংখ্যক শোতে প্রদর্শিত হচ্ছে।

প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানিয়েছে, দেশ-বিদেশ মিলিয়ে ‘বরবাদ’ ইতোমধ্যে ৭৫ কোটি টাকার বেশি আয় করেছে, যা বাংলাদেশের সিনেমার বক্স অফিস ইতিহাসে একটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.