আমার মানহানি হয়েছে, মামলা করব: মারিয়া মিম

বহুল আলোচিত ‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫’-এ অশ্লীলতার অভিযোগে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন এই অভিযোগে পাঁচ মডেল ও তিন নির্মাতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছেন।

অভিযোগের তির সরাসরি গিয়ে পড়েছে নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং অভিনেত্রী ও মডেল মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মি ইসলাম নিলা ও আলিশার ওপর।

তবে পুরো ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিনেত্রী মারিয়া মিম। তার ভাষ্য, “প্র্যাকটিসের সময় আমি কী পোশাক পরব, সেটা আমার ব্যক্তিগত বিষয়। মাঠে খেলার সময় আমরা সবাই জার্সি পরে খেলেছি। কিন্তু ওয়ার্মআপের সময় বা ব্যক্তিগত মুহূর্তে কার কী পরা ছিল, তা নিয়ে এমন বিতর্ক তোলা হাস্যকর।”

তিনি আরও জানান, যেসব ভিডিও এখন ভাইরাল হয়েছে, সেগুলো মূলত খেলার আগের ওয়ার্মআপ মুহূর্তের। “আমরা কারও ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ করিনি, কিংবা কোনো ধরনের অশ্লীল আচরণ করিনি,” দাবি মিমের।

এই ঘটনার জন্য মারিয়া মিম নিজেই মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন। তার মতে, অভিযোগকারী আইনজীবী তার সম্মান ক্ষুণ্ন করেছেন এবং পুরনো ভিডিওগুলো নতুন করে ভাইরাল করে তাকে সামাজিকভাবে হেয় করেছেন।

“সব দেখে মনে হচ্ছে, ওই আইনজীবী ভাইরাল হওয়ার জন্যই এসব করছেন। খেলা শেষ হওয়ার পর এসব বিষয় সামনে আনা সন্দেহজনক ও উদ্দেশ্যপ্রণোদিত,” বলেন মিম।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে এর আগেও বিভিন্ন সময় নানা বিতর্কে নাম এসেছে মারিয়া মিমের। এবার তার তালিকায় যুক্ত হলো ‘সেলিব্রিটি ক্রিকেট বিতর্ক’।

Leave a Reply

Your email address will not be published.