‘তাণ্ডব’-এ শাকিবের রাফ লুক

গত বছরের ব্লকবাস্টার ‘তুফান’-এর পর আবারও একসঙ্গে কাজ করছেন ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান ও গুণী নির্মাতা রায়হান রাফী। এবারের উপহার ‘তাণ্ডব’। আসন্ন কোরবানির ঈদেই মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই অ্যাকশন থ্রিলার।

চলচ্চিত্রটির শুটিংয়ের বেশিরভাগ অংশ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে কেবল গানের কিছু দৃশ্য ও গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স। এসব কাজ শেষ করতেই সম্প্রতি পুরো টিম উড়াল দিয়েছেন শ্রীলঙ্কায়। শাকিব খানের সঙ্গে রয়েছেন অভিনেত্রী সাবিলা নূর ও ছবির টেকনিক্যাল ক্রুসহ অন্যান্য কলাকুশলীরা।

এদিকে, শুটিং চলাকালেই ভক্তদের জন্য এলো নতুন চমক। প্রকাশ পেয়েছে ‘তাণ্ডব’-এর সেকেন্ড লুক পোস্টার। এর আগে গত এপ্রিল মাসে, শাকিব খানের জন্মদিনে, প্রথম লুক পোস্টার প্রকাশ পেয়েছিল, যা ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

সেকেন্ড লুকেও শাকিব খানকে দেখা গেছে এক রাফ অ্যান্ড ইনটেনস মুডে। চোখে সানগ্লাস, হাতে আগ্নেয়াস্ত্র—চেহারায় প্রতিশোধের দগদগে আগুন। পোস্টারের ব্যাকগ্রাউন্ডেও ধরা দিয়েছে ধোঁয়ায় মোড়া এক ধ্বংসস্তূপের দৃশ্য, যা সিনেমার থ্রিলিং আবহকে আরও গভীরভাবে ফুটিয়ে তুলেছে।

শনিবার সন্ধ্যায় ফেসবুকে পোস্টারটি প্রকাশ করে নির্মাতা রায়হান রাফী ও শাকিব খান লিখেছেন—
“চোখ রাখুন স্ক্রিনে, বিনাশকারী তাণ্ডব হবে কাল ঠিক সকাল ১১:৩০ এ! আসছে #Taandob Forecast! ইঙ্গিত নয়, ধ্বংসের সিগন্যাল!”

এই ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে টিজার নিয়ে বাড়ছে উত্তেজনা। ধারণা করা হচ্ছে, রোববার সকাল ১১টা ৩০ মিনিটে মুক্তি পেতে পারে সিনেমাটির অফিসিয়াল টিজার।

এসভিএফ, আলফা-আই এবং চরকি’র যৌথ প্রযোজনায় নির্মিত ‘তাণ্ডব’ নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। নতুন পোস্টার প্রকাশের পর সেই উত্তেজনা যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে। সব মিলিয়ে এবারের ঈদে সিনেমাপ্রেমীদের জন্য এক ধ্বংসাত্মক রোমাঞ্চ হয়ে ধরা দিচ্ছে ‘তাণ্ডব’।

Leave a Reply

Your email address will not be published.